দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

আজ দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন হয় ।এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ ।তিনি তার বক্তব্যে বলেন অনেক কিছু এখান থেকে আজ জানতে পারলাম আগামী দিনে ক্যন্সার রোগিদের  নিয়ে তিনি বড় পর্দার চিন্তাভাবনা করবেন বলে জানান। রেডিওলজিস্ট ও অংকোলজিস্ট ডাক্তার গৌতম ভট্টাচার্য,ডঃ অর্ণব দত্ত ছিলেন এআরওয়াই ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর লিটন নাহা  বিশ্বাস, এবং সেক্রেটারি ডাক্তার অভিষেক বাসু এছাড়াও উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ বেশকিছু ডাক্তার এবং বিশিষ্ট অতিথিবর্গ নিয়ে সভার আয়োজন করা হয়।

Comments

Popular posts from this blog

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !

আগামী ১৮ ই মে শনিবার মুক্তি পাচ্ছেসিদ্ধার্থ দত্ত র গান " khwaab Tu " এবং মিউজিক ভিডিও

টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেকে ৫ই জুন এক অভিনব প্রয়াসে পালিত হল ওয়ার্ল্ড এন্ডভারমেন্ট ডে