নিউ টাউন এর ওয়েস্টিন হোটেলে আই এস এল এর সাংবাদিক সন্মেলন
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- আইএসএল জিততে মরিয়া মোহনবাগান ---ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) গত মরশুমের চ্যাম্পিয়ন তারা। এ মরশুমে সেই খেতাব বজায় রাখার লক্ষ্য নিয়ে নামবেন। কিন্তু সেই গৌরবময় অতীতকে মনে রেখে এ বারের লিগ অভিযান শুরু করার পক্ষপাতী নন মোহনবাগান সুপার জায়ান্টের নয়া স্প্যানিশ কোচ হোসে মোলিনা। আগামী ১৩ সেপ্টেম্বর গতবারের ফাইনালিস্ট মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে লিগশিল্ড চ্যাম্পিয়নরা। গতবার এই মুম্বই সিটি এফসি কলকাতায় এসে তাদের হারিয়ে আইএসএল কাপ জিতে নেয়। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সে দিন জয় পায় মুম্বই সিটি এফসি। প্রথমে ৪৪ মিনিটের মাথায় জেসন কামিংসের গোলে এগিয়ে যায় কলকাতার দল।
দ্বিতীয়ার্ধে, ৫৩ মিনিটের মাথায় জর্জ পেরেইরা দিয়াজ সমতা আনেন এবং ৮১ মিনিটের মাথায় বিপিন সিং ব্যবধান বাড়ান। বাড়তি সময়ের সাত মিনিটের মাথায় জাকুব ভইতুস তাদের জয় সুনিশ্চিত করে। তার তিন সপ্তাহ আগেই লিগের শেষ ম্যাচে মুম্বইকে নিজেদের মাঠে হারিয়ে শিল্ড জিতে নিয়েছিল মোহনবাগান এসজি।
কিন্তু সেই সাফল্য মনে রাখতে চান না বাস্তবাদী কোচ মোলিনা। বুধবার কলকাতায় আইএসএল আয়োজিত মিডিয়া ডে-তে তিনি সাংবাদিকদের বলেন, “অতীতে কী হয়েছে, আমরা কী করেছি, তা নিয়ে ভাবছি না। গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিলাম বলে তো আর এই মরশুমে কোনও ম্যাচ জেতা যাবে না। প্রতিটা জয় আমাদের অর্জন করতে হবে। ৯০ মিনিট ধরে প্রতিপক্ষের চেয়ে ভাল খেলতে হবে। অতীত নিয়ে ভাবি না। বর্তমান ও ভবিষ্যৎ নিয়েই ভাবছি। এখন মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়েই বেশি ভাবছি”।এ বার মোলিনার সামনে শুধু আইএসএল নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (এসিএল ২) চ্যালেঞ্জও রয়েছে। যা তাদের আইএসএল চলাকালীনই খেলতে হবে। ১৩ সেপ্টেম্বর আইএসএলের প্রথম ম্যাচ খেলার পর ১৮ তারিখে এসিএলের প্রথম ম্যাচ খেলতে হবে তাদের। দুটো টুনামেন্ট একসঙ্গে খেলাটাকে অবশ্য বাড়তি চাপ বলে মনে করেন না কোচ।
এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আইএসএল, চ্যাম্পিয়ন্স লিগ দুটোই যে একসঙ্গে খেলতে হবে, সেটা বাড়তি চাপ নয়। আমাদের কাছে দুটো প্রতিযোগিতার আলাদা করে বাড়তি গুরুত্ব নেই। দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমরা প্রতি ম্যাচের আগে সেই ম্যাচ নিয়ে ভাবব, পরিকল্পনা করব ও প্রস্তুতি নেব। প্রতি ম্যাচই জেতার চেষ্টা করব। সে যে লিগই হোক, যে কোনও প্রতিপক্ষই হোক বা যে কোনও মাঠেই হোক, আমাদের প্রতি ম্যাচ ধরে ধরে প্রস্তুতি নিতে হবে। প্রতি ম্যাচের জন্য যথাসম্ভব নিখুঁত প্রস্তুতি নিতে হবে। জেতার জন্য সেরা পারফরম্যান্স দিতে হবে”।
Comments
Post a Comment