প্রকাশিত হলো লেখক পিনাকী গঙ্গোপাধ্যায়ের গড সায়েন্স এন্ড রিয়েলিটি এবং কবিতার বই অর্ধসত্যের দিনরাত
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-আজ 6ই সেপ্টেম্বর, 2024 শুক্রবার সন্ধ্যায় পার্ক স্ট্রীট এর অক্সফোর্ড বুক স্টোর এ বুকপেকার্স প্রকাশন থেকে লেখক কবি সাহিত্যিক পিনাকী গঙ্গোপাধ্যায়ের দুটি উল্লেখযোগ্য বই প্রকাশিত হলো। দুটি বই এর নাম গড সায়েন্স এন্ড রিয়েলিটি এবং কবিতার বই অর্ধসত্যের দিনরাত। প্রথম বইটি উদ্বোধন করেন বিখ্যাত সাহিত্যিক নিরসিংহপ্রসাদ ভাদুড়ী এবং গোলপার্ক রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বেদনিষ্ঠানন্দ মহারাজ। প্রথম বইটি কোয়ান্টাম পদার্থবিদ্যা এবং বেদান্তের প্রাচীন ভারতীয় দর্শনের ছেদকে কেন্দ্র করে লেখা। এটিকে নন-ফিকশন বর্ণনার মাধ্যমে উপস্থাপন করা যায়। দ্বিতীয় বইটির নাম অর্ধসত্যের দিনরাত। এটি একটি কবিতার সংকলন। এই বইটি উদ্বোধন করেন কবি সুবোধ সরকার ও ব্রততী বন্দোপাধ্যায়।সমসাময়িক সামাজিক নিয়ম ও মূল্যবোধের উপর অন্তর্নিহিত বাংলা কবিতার একটি সিরিজ।আজ এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুক পেকার্স এর কর্ণধার বসুন্ধরা ঘোষাল।বইগুলি সকলের সংগ্রহের যোগ্য।
Comments
Post a Comment