নবজাতক চাইল্ড ডেভালাপমেন্ট সেন্টার আয়োজনে অনুষ্ঠিত হলো"২রা এপ্রিল ওয়াল্ড অটিজম ডে" বিষয়ক আলোচনা

ইন্দ্রজিৎ আইচ (সংবাদ এই সময়):-গত ২ রা  এপ্রিল ২০২৩ রবিবার ছিলো ওয়াল্ড অটিজম দিবস। সেই উপলক্ষে বাইপাসের ধারে স্প্রিং ক্লাবে অটিজম এর আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক আলোচনা ও সেমিনার এর আয়োজন করা হয়। এই সেমিনারটির আয়োজক ছিলো সল্টলেক এর(বি সি ৯৮)সেক্টর ১, তিন নম্বর ট্যাংকের সামনে " নবজাতক চাইল্ড ডেভালাপমেন্ট সেন্টার"। এই বিষয়ে নবজাতক চাইল্ড ডেভালাপমেন্ট সেন্টার এর প্রধান ও নিউরো ডেভালাপমেন্ট পেডিয়েট্রিশিয়ান অটিজম বিশেষজ্ঞ ডাক্তার অঞ্জন ভট্টাচার্য জানালেন প্রথমেই বলি , এখন বর্তমান সময়ে জন্মের সাথে সাথেই অটিজম , সেরিব্রাল পলসী ধরে ফেলা যায়। বিদেশে মায়ের গর্ভাবস্থায় এই রোগ ধরা পড়ে পরীক্ষা করে। কারণ এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। ভারতে সেই ব্যবস্থা এখনও চালু হয়নি। সেই কারণে ভারতে শিশুর জন্মের তিনমাসের মধ্যে এই রোগ ধরা পড়লে খুব সহজেই এর চিকিৎসা করা যায়।ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। অনেক বাবা মা দিশেহারা হতে পারে বা সেই অটিজম বাচ্চার কি হবে, তার ভবিষৎ কি হবে, সমাজে কি ভাবে চলবে, তার শারীরিক - মানসিক গঠন কি ভাবে হবে, এই প্রশ্ন গুলো মনে আসতেই পারে।এর জন্যে বাবা মা কে মাত্র ১ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করলে সেই শিশুর চিকিৎসা তিনি নিজেই করতে পারবেন। এরজন্যে বাবা বা মাকে খরচ করতে হবে  ৬০০০০ হাজার টাকা। এই ট্রেনিং টি বাবা মা নিতে পারেন নবজাতক চাইল্ড ডেভালাপমেন্ট সেন্টার (সল্টলেক)থেকে। এই ট্রেনিং টা একমাত্র আমরাই দিয়ে থাকি।এই নবজাতক চাইল্ড ডেভালপমেন্ট সেন্টার এর পক্ষে পৌলমী নিয়োগী এক সাংবাদিক সম্মেলনে জানালেন আমাদের এই সেন্টার ১০ বছরের পুরনো। অটিজম শিশুদের বাবা মায়েরা 
এই সেন্টারে আসেন, ট্রেনিং নেন। সব থেকে বড় কথা বাবা মায়েরা এই ট্রেনিং নিয়ে নিজের বাচ্চাদের সেই ভাবে ট্রিটমেন্ট করেন। এই রোগের কিন্তু ওষুধ নেই। মানসিক ও শারীরিক পরিচর্যা য় একটি অটিজম শিশু সুস্থ হয়ে ওঠে। এই একদিনের সেমিনারে অংশ নেন নবজাতক চাইল্ড ডেভালাপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার জুয়েল চক্রবর্তী, ডাক্তার অসীমায়ন নন্দী, ডাক্তার সুনিতা আগরওয়াল। এছাড়া আলোচনায় অংশ নেন অকুপেশনাল থেরাপিস্ট প্রশান্ত গায়েন, ডাক্তার তমাল লাহা,  জেনেটিক বিশেষজ্ঞ দিপাঞ্জনা দত্ত সহ আরো অনেকেই। সবমিলিয়ে এই আলোচনা বা সেমিনার থেকে এই কথাটাই বার বার ফিরে আসে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এর উন্নতির ফলে এবং প্রপার এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকলে যে কোন বাবা - মা বা যে কোন ব্যাক্তি এই অটিজম এর নিরাময় করতে পারেন।

Comments

Popular posts from this blog

১লা জানুয়ারী ২০২৪ গ্রামীণ এলাকায় সব রেশন দোকান খোলা থাকবে....প্রেস ক্লাবে এই কথা জানালো ওয়েস্ট বেঙ্গল এম. আর. ডিলার্স অ্যাসোসিয়েশন

মুক্তি পেতে চলেছে সি টি ফিল্মস এর নতুন ছবি " কাশীপুর "

ILPA Unveils Fashion Spectacle: 2024 Extravaganza Set to Dazzle