নারীকে নতুন রূপে সাজিয়ে তুলতে নিয়ে এল শাড়ির সম্ভারে সেজে ওঠা " সঙ্গীতাজ বুটিক "

মধ্যবিত্তের নাগালে এবার ডিজাইনার শাড়ি । আমরা অনেকেই মনে করি ডিজাইনার আউট ফিট মানেই দামি । কিন্তু সাধারণ নারীকে আসাধারণ রূপে সাজিয়ে তুলতে মধ্যবৃত্তের নাগালে নিয়ে এল ডিজাইনার শাড়ির সম্ভারে সেজে ওঠা বুটিক সঙ্গীতাজ বুটিক । ২৮ শে এপ্রিল  রাজারহাট নিউটাউনে ডিজাইনার সঙ্গীতা তার প্রথম বুটিক ' সঙ্গীতাজ বুটিক ' লঞ্চ করল। তার বুটিক খোলার উদ্দেশ্যই হল মধ্যবিত্তের নাগালে ডিজাইনার শাড়ি পৌঁছে দেওয়া। এখানে তার নিজের ডিজাইন করা শাড়ির সাথে দেখতে পাওয়া গেল নজর কাড়া অন্যান্য শাড়ির কালেকশন। তাঁত ,  মটকা , তসর , ঢাকাই মসলিন , মাসরুর সিল্ক ছাড়াও কাতান বেনারসী , তসর ইত্যাদি শাড়ির সম্ভার রয়েছে এই বুটিকে |এর সাথে থাকছে কাস্টমারের নিজের পছন্দের ডিজাইন বা কালারের কাস্টমাইজ শাড়িও। রাজারহাটের তীর্থঙ্কর কো  অপারেটিভ হাউসিং  সোসাইটি  তে অবস্থিত। এই বুটিকের শাড়ির মূল্য কিন্তু পকেট ফ্রেন্ডলিযা শুরু ৮০০ টাকা থেকে । আর যারা রেগুলার শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে হালাকা ধরনের ডিজাইনার শাড়ি স্বল্প মূল্যে। 

Comments

Popular posts from this blog

১লা জানুয়ারী ২০২৪ গ্রামীণ এলাকায় সব রেশন দোকান খোলা থাকবে....প্রেস ক্লাবে এই কথা জানালো ওয়েস্ট বেঙ্গল এম. আর. ডিলার্স অ্যাসোসিয়েশন

মুক্তি পেতে চলেছে সি টি ফিল্মস এর নতুন ছবি " কাশীপুর "

ILPA Unveils Fashion Spectacle: 2024 Extravaganza Set to Dazzle