উদ্বোধন হলো ইন্ডিয়ান কফি হাউসের বালিগঞ্জ শাখার

 ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):কফি হাউস মানেই যেন এক নস্টালজিয়া। যারা ছোটো থেকে বড় হয়েছেন তাদের স্কুল জীবন থেকে কলেজ জীবন এমনকি কৈশোর থেকে তরুণ, যুবক থেকে বার্ধক্য র সাথে জড়িয়ে আছে কফি হাউস। সাহারা কুইন এর সাথে ইন্ডিয়ান কফি হাউস যৌথ ভাবে আজ তাদের পথ চলা শুরু করলো। বালিগঞ্জ এর বিজন সেতুর পাশে অবস্থিত এই কফি হাউস সম্পূর্ন ভাবে ঝা চকচকে বাতানকুল পরিবেশে যে কোনো ব্যক্তির কফি খেতে বেশ ভালো লাগবে। আজ ৫ ই মে ২০২৪ রবিবার বিকেলে এই কফি হাউস এর উদ্বোধন করেন কবি সুবোধ সরকার, কল্যাণ সেন বরাট, গায়ক সুদেব দে দেজ এর কর্ণধার সুধাংশু শেখর দে, নাট্য অভিনেত্রী নীলিমা চক্রবর্তী। তাদের হাতে  উত্তরীয় ও পুষ্পস্তবক এবং স্বারক তুলে দেন সোশ্যাল সার্ভিস এসোসিয়েশন কফি হাউসের সম্পাদক অচিন্ত লাহা ও কলেজ স্ট্রিট কফি হাউসের সরফর আহমেদ।১৮০০ স্কোয়ার ফুটের এই কফি হাউসে বসার ব্যবস্থা আছে এক সাথে ৭৮ জনের।কলকাতা কফি হাউস শুরু হয়েছিলো এলবার্ট হল থেকে। একশো বছর পার হয়ে গেছে এই কফি হাউসে র। শ্রীরামপুর, ডায়মন্ডহারবার , দীঘা র পর এই বালিগঞ্জ এ এই কফি হাউসের পথ চলা শুরু হলো।

Comments

Popular posts from this blog

১লা জানুয়ারী ২০২৪ গ্রামীণ এলাকায় সব রেশন দোকান খোলা থাকবে....প্রেস ক্লাবে এই কথা জানালো ওয়েস্ট বেঙ্গল এম. আর. ডিলার্স অ্যাসোসিয়েশন

মুক্তি পেতে চলেছে সি টি ফিল্মস এর নতুন ছবি " কাশীপুর "

ILPA Unveils Fashion Spectacle: 2024 Extravaganza Set to Dazzle