উত্তরপাড়া গণভবনে বরাহনগর শিল্পক এর তিনদিনের নাট্য স্পন্দন উৎসব ২০২৪

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): গত ৩ থেকে ৫ ই মে উত্তরপাড়া গণ ভবনে অনুষ্ঠিত হলো বরাহনগর শিল্পক এর দ্বিতীয় নাট্য স্পন্দন উৎসব ২০২৪।এই উৎসবের উদ্বোধন করেন উত্তর পাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ও রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ্যালয় নাট্য বিভাগের অধ্যাপক ড :সিদ্ধার্থ চক্রবর্তী। তাদের হাতে স্বারক ও উত্তরীয় দিয়ে বরণ করেন বরাহনগর শিল্পক এর প্রধান ঋতু গুপ্ত। উৎসবের প্রথমদিন মঞ্চস্থ হয়
বিবেকানন্দ নাট্যচক্র প্রযোজিত নাটক " নিহত শতাব্দী "। নাট্যকার গৌতম রায়।নির্দেশক শুভেন্দু চক্রবর্তী। এরপর পরিবেশিত হয় আসানসোল কথাভাষ্য প্রযোজিত নাটক" আত্মপক্ষ "। নাট্যকার অরিন্দম সেনগুপ্ত। নির্দেশনা তাপস দত্ত।
এইদিন এর শেষ নাটক ছিলো কাকিনারা কলবিতান এর নাটক " থানা থেকে আসছি "। নাট্যকার অজিত গঙ্গোপাধ্যায়। পরিচালনা
মলয় সাহা। এই উৎসবের দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় কলকাতা প্রেক্ষাপট প্রযোজিত নাটক 
" খন্ডিতা "। নাট্যকার পূর্বাচল দাসগুপ্ত। নির্দেশনা অভিজিৎ দাসগুপ্ত। বজবজ ঋক নিবেদিত নাটক " জটিলেশ্বর "। নাট্যকার শ্যামল চন্দ্র। নির্দেশনা চন্দন। এইদিন এর শেষ নাটকটি ছিলো
মৃত্তিকা উত্তরপাড়া প্রযোজিত নাটক " সাধু সংবাদ "। নাট্যকার তপন দাস। নির্দেশনা তপন দাস।
উৎসবের শেষ দিন প্রথম নাটক উপস্থাপিত হয় কলকাতা স্বতন্ত্র প্রযোজিত " পঁচিশ বছর "।
নাট্যকার সুদীপ্ত ভৌমিক।নির্দেশনা সায়ন চক্রবর্তী।
এইদিন দ্বিতীয় নাটক মঞ্চস্থ হয় উত্তরপাড়া উত্তরায়ন এর নাটক " অন্তমিল "। রচনা ও নির্দেশনা রানা কুন্ডু। এই তিনদিনের উৎসবের শেষ নাটক ছিলো খরদাহ আহিরি প্রযোজিত
নাটক " জাগিরূহ "। নাট্যকার অনুপম দাসগুপ্ত। পরিচালনা অমিত চক্রবর্তী। সব মিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো বরাহনগর শিল্পক এর নাট্য স্পন্দন উৎসব ২০২৪।

Comments

Popular posts from this blog

১লা জানুয়ারী ২০২৪ গ্রামীণ এলাকায় সব রেশন দোকান খোলা থাকবে....প্রেস ক্লাবে এই কথা জানালো ওয়েস্ট বেঙ্গল এম. আর. ডিলার্স অ্যাসোসিয়েশন

মুক্তি পেতে চলেছে সি টি ফিল্মস এর নতুন ছবি " কাশীপুর "

ILPA Unveils Fashion Spectacle: 2024 Extravaganza Set to Dazzle