টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেকে ৫ই জুন এক অভিনব প্রয়াসে পালিত হল ওয়ার্ল্ড এন্ডভারমেন্ট ডে

সন্তু চ্যাটার্জী (কলকাতা):- ইউনিভার্সিটির ক্যাম্পাস অডিটোরিয়ামে ' ওয়ার্ল্ড এন্ডভায়রামেন্ট  ডে ' উদযাপনে টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর- ডঃ গৌতম রায় চৌধুরীর বিশেষ ভাবনায় ও প্রয়াসে লঞ্চ হল ' মেগা ম্যাংগো প্রজেক্ট ফর রুরাল এম্পাওয়ারমেন্ট |এই প্রজেক্টের মূলভাবনাই হল ফল ' আম '  উৎপাদনের অনুকূল পরিবেশ যেহেতু আমাদের দেশে রয়েছে তাই গ্রামস্তরের সাধারণ মানুষ  থেকে নতুন প্রজন্মকে প্রযুক্তির মাধ্যমে  উন্নত মানের আম চাষের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো যার ফলে শুধু রাজ্য নয় দেশ জুড়ে গড়ে উঠতে পারে বৃহৎ কর্মসংস্থান | এই  প্রজেক্ট যতটা সাধারণ মানুষকে সহজে সাফলতা এনে দেবে ততটাই পরিবেশ বান্ধবও হবে | এরসাথে এ আই( A I  ) ব্যবহারে কিভাবে পরিবেশের উন্নতি সাধন সম্ভব সে বিষয়ে নজর দেওয়া হয় | এদিন প্রোজেক্ট লঞ্চ অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভারসিটির চেয়ারম্যান প্রফেসর - ডাঃ গৌতম রায় চৌধুরী , কো চেয়ারম্যান মানসী রায় চৌধুরী , ডিরেক্টর ও CEO  প্রফেসর ডাঃ সুজয় বিশ্বাস , কলেজের প্রিন্সিপাল দীপঙ্কর ভট্টাচার্য্য সহ অন্যান্যরা |

Comments

Popular posts from this blog

১লা জানুয়ারী ২০২৪ গ্রামীণ এলাকায় সব রেশন দোকান খোলা থাকবে....প্রেস ক্লাবে এই কথা জানালো ওয়েস্ট বেঙ্গল এম. আর. ডিলার্স অ্যাসোসিয়েশন

মুক্তি পেতে চলেছে সি টি ফিল্মস এর নতুন ছবি " কাশীপুর "

ILPA Unveils Fashion Spectacle: 2024 Extravaganza Set to Dazzle