দ্য বৈদিক এন্ড কে পি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি বার্ষিক জ্যোতিষ ও পুরোহিত সম্মেলনের
শুভ ঘোষ (কলকাতা):- দ্য বৈদিক এন্ড কে পি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি বার্ষিক জ্যোতিষ ও পুরোহিত সম্মেলনের ১তম বর্ষ ৩০শে এপ্রিল রবিবার ২০২৫ উওর ২৪পরগনা ইছাপুর বিকাশ বসু মেমোরিয়াল কনভেনশন হলে শনিদেব ডক্ত ডঃ সূমন মজুমদার জ্যোতিষ সন্মেলন।। ইন্টারন্যাশনাল আনুয়াল কনফারেন্সে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উওর ২৪পরগনা জেলার ব্যারাকপুর পৌরসভা ধিমান দাষ, ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ বসু, নওপাড়া ওয়েট পাস সোসাইটির পার্থ সিনহা, জ্যোতিষ সত্যজিৎ রায়, জ্যোতিষ ও বাস্তবিদ ডক্টর ব্যাসদেব শংকরাচার্য,জ্যোতিষ সম্রাট দেবগীতা আচার্য,আচার্য অনির্বাণ শাস্তি, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment