২৭শে এপ্রিল হাইজেস্ট ফ্যাশান ডিভার-সিজন-২ অনুষ্ঠিত হতে চলেছে 'কলকাতা পার্ক প্রাইম' হোটেলে।

সন্তু চ্যাটার্জী (কলকাতা):-২৭শে এপ্রিল হাইজেস্ট ফ্যাশান ডিভার-সিজন-২ অনুষ্ঠিত হতে চলেছে 'কলকাতা পার্ক প্রাইম' হোটেলে। সেই উদ্দেশ্যে গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে বিশিষ্টি ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ডিজাইনার রাই কিশোরী কৃষ্ণকলী,  মুম্বাই অভিনেত্রী সোমা আকার্ষণ, সুপার মডেল ও অভিনেতা  বিহান সিং , রিপোটারর্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, উদ্যোগপতি রতন ঝাওয়ার এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন ।এছাড়াও উপস্থিত ছিলেন রিয়া দাস ও সোনালি মজুমদার ।

Comments

Popular posts from this blog

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !

আগামী ১৮ ই মে শনিবার মুক্তি পাচ্ছেসিদ্ধার্থ দত্ত র গান " khwaab Tu " এবং মিউজিক ভিডিও

টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেকে ৫ই জুন এক অভিনব প্রয়াসে পালিত হল ওয়ার্ল্ড এন্ডভারমেন্ট ডে