অনুষ্ঠিত হলো বঙ্গ অনন্য সন্মান ২০২৫
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-সম্প্রতি VDIS গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রাইসিং ভারত বঙ্গ অনন্য সন্মান ২০২৫। বহু মনোনীত ব্যক্তিকে সংশ্লিষ্ট ক্ষেত্রে নিজেদের অবদানের জন্য এই সম্মানে সম্মানিত করা হলো । প্রতিষ্ঠানের কর্ণধার ঈপ্সিতা ঘোষ সাংবাদিকদের জানালেন , "এই মঞ্চ একাধারে যেমন প্রতিভাবানদের সন্মান জানানোর তেমন অন্যদিকে বাঙালির নবজাগরণের মঞ্চ। আমাদের আবার উৎসে ফিরে যেতে হবে, সকলকে সহযাত্রী হতে হবে। সকলের জন্য শুভকামনা রইল।" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের প্রখ্যাত বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।এছাড়া অন্যান্য অতিথিরা ছিলেন অভিনেতা রাজদীপ গুপ্ত, অভিনেত্রী তন্বী লাহা রায়, অভিনেত্রী তিথি বসু, গায়িকা শ্রেষ্ঠা দাস, ননীচোরা দাস বাউল প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি যথাযথ মর্যাদার সাথে জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়।
Comments
Post a Comment