এই প্রথমবার ভারতবর্ষের বুকে ইমন মাইম মঞ্চস্থ করলো ১০১জন শিল্পীদের নিয়ে নতুন মুকাভিনয় "দাও ফিরে সে অরণ্য"

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-মছলন্দপুর ইমন মাইম সেন্টার গত ২৯ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে মূকাভিনয় চর্চা করে চলেছে। রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশ ছাড়িয়ে বিদেশেও তারা পৌঁছে গেছে তাদের প্রযোজনাগুলি নিয়ে। বরাবরই তারা অনেকজন শিল্পী একসঙ্গে মূকাভিনয় মঞ্চস্থ করার মাধ্যমে দর্শকদের মনে একটি আলাদা স্থান করে নিয়েছেন। এবার তারা মঞ্চস্থ করল ১০১জন শিল্পী সম্বলিত মূকাভিনয় প্রযোজনা "দাও ফিরে সে অরণ্য"। সারা ভারতবর্ষে এই প্রথমবার এতজন শিল্পীকে নিয়ে এক মঞ্চে এক সাথে ইমন মাইম এই প্রযোজনাটি  উপস্থাপিত হলো। গত ২৩ মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যায় মছলন্দপুরের পদাতিক মঞ্চে অনুষ্ঠিত ইমন নাট্যমেলায় প্রথমবার মঞ্চস্থ হলো এই মূকাভিনয় প্রযোজনাটি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন একটি বিশেষ ও অন্যতম ভূমিকা পালন করে। চোরা শিকারীদের যথেচ্ছ ভাবে বন্য পশু-পাখি হত্যা এবং অসাধুদের নির্বিচারে অরণ্য ধ্বংস করার কারণে যেমন জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, তেমনই বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এর ফলে দিন দিন উষ্ণ হচ্ছে পৃথিবী, শুকিয়ে যাচ্ছে নদী, বিশ্বজুড়ে দেখা যাচ্ছে নানা প্রাকৃতিক বিপর্যয়। সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের একজোট হয়ে অরণ্য ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নতুন নতুন বনসৃজন এবং অরণ্যকে লালন করার মাধ্যমেই এই সমুহ বিপদ থেকে প্রকৃতি ও মানুষ রক্ষা পেতে পারে। এই উপজীব্য বিষয় নিয়েই নির্মিত হয়েছে মূকাভিনয় প্রযোজনা "দাও ফিরে সে অরণ্য"। সাবলীল নিজস্বতায় প্রযোজনাটি পরিচালনা করেছেন ইমন মাইম সেন্টার-এর নাট্যগুরু ধীরাজ হাওলাদার। প্রযোজনার জন্য যথাযথ আবহ নির্মাণ ও সহ নির্দেশনা করেছেন জয়ন্ত সাহা এবং আলোক পরিকল্পনা করেন সুজিত বণিক। আগত দর্শকরা মূকাভিনয় প্রযোজনাটির উচ্ছসিত প্রশংসা করেন এবং ১০১জন শিল্পী নিয়ে এই মূকাভিনয়টিকে একটি রেকর্ড হিসাবে অভিহিত করেন।

Comments

Popular posts from this blog

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !

আগামী ১৮ ই মে শনিবার মুক্তি পাচ্ছেসিদ্ধার্থ দত্ত র গান " khwaab Tu " এবং মিউজিক ভিডিও

টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেকে ৫ই জুন এক অভিনব প্রয়াসে পালিত হল ওয়ার্ল্ড এন্ডভারমেন্ট ডে