গত ৬ জুন শুক্রবার মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি " বাৎসরিক "
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- ১৪ বছর বাদে অভিনয় জগতে আবার পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ শতাব্দী
রায়। পরিচালক মৈনাক ভৌমিক এর নতুন ছবি বাৎসরিক ছবি তে অভিনেত্রী শতাব্দী রায় অসাধারণ অভিনয় করেছেন স্বপনা চ্যাটার্জী র চরিত্রে। এই ছবিতে ভালো
অভিনয় করেছেন বৃষ্টির চরিত্রে
রিতাভরী চক্রবর্তী এবং নীল এর
চরিত্রে ঈশান মজুমদার। সম্প্রতি যমুনা ব্যাংকেয়েট ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেলো। সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক মৈনাক ভৌমিক জানালেন
ছবির ট্রেলার দেখলে অনেক
মানুষ ভাববেন যে এটা ভূতের গল্প। তা কিন্তু নয়। ছবিটা দেখুন। তাহলে বুঝতে পারবেন
আসল সত্যিটা। গত ৬ জুন শুক্রবার বাৎসরিক মুক্তি পেয়েছে কলকাতার নানা প্রেক্ষাগৃহে। ছবির প্রযোজনা করেছেন শুভজিৎ মন্ডল। ক্যামেরা এবং সঙ্গীত করেছেন শুভদীপ নস্কর ও স্যাভি । রিতাভরি জানালেন
মূলত এই ছবির গল্পটা ননদ বৌদির গল্প। ছবিটা করে খুব লেগেছে। শতাব্দী রায় বলেন
ছবির গল্প ও চিত্রনাট্য আমার ভালো লেগেছে বলেই অভিনয়
করতে রাজি হয়েছি এই ছবিতে।
ইতি মধ্যে ছবির বক্স অফিস জমজমাট।
Comments
Post a Comment