মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গ ভূমির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান প্রদান অনুষ্ঠান

সন্তু চ্যাটার্জী (কলকাতা):- ৮ ই জুন বিরাটী তরুন সেনগুপ্ত স্মৃতি ভবনে  মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গ ভূমির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান প্রদানের এক বিশেষ কর্মসূচি পালিত হল | এদিন প্রায় ৫০০ এর বেশি ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয় | যাতে তারা ভবিষ্যতে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যায় ও আগামীতে আরো ভালো রেজাল্ট করতে পারে |আগামী ৬ জুলাই স্বর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে ''মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গ ভূমি"।  এই দিন ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মহাবীর ইন্টারন্যাশনাল এপেক্স এর প্রেসিডেন্ট অনিল জেন , মহাবীর  ইন্টারন্যাশনাল বঙ্গভূমির  চেয়ারম্যান পূর্ণেন্দু দেবনাথ ,  সেক্রেটারি কিশোর কর,  সাংবাদিক রক্তিম দাস সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Comments

Popular posts from this blog

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients