ট্রুব্র্যান্ড মাল্টিপ্লেক্স আয়োজিত "রাষ্ট্রীয় সাহিত্য সম্মান"
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-গত ৩১শে মে ২০২৫ অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় সাহিত্য সম্মান ২০২৫ এর অনুষ্ঠান হোটেল প্রাইড প্লাজা , নিউ টাউন অডিটোরিয়াম হলে। পরিচালনায় ট্রু ব্র্যান্ড । সংস্থার অধিকর্তা জনাব নঈম আলম মহোদয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন কৃতি সন্তান দের এই বিশেষ সম্মান এ সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায়ের প্রপৌত্র সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়, কলকাতা চাইল্ড ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, নবীন চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা ঋক জয়সোয়াল, বিখ্যাত অভিনেত্রী ও চিত্র পরিচালিকা সুচন্দ্রা ভানিয়া, লেখক দেবাশীষ ভট্টাচার্য ও কবি ও সাহিত্যিক ড. স্বপন কুমার নাথ। তিনি তাঁর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন এ সময়ের বিখ্যাত উপস্থাপিকা মিসেস লাবণ্য দত্ত।
Comments
Post a Comment