চিনা বাজার স্টিড বিকামচাঁদ মার্কেটে শ্রীশ্রী রক্ষাকালী পূজা কমিটির 33তম বর্ষের পদার্পণ করলো
শুভ ঘোষ (কলকাতা):শনিবার ২৩শে আগস্ট ২০২৫ উত্তর কলকাতার ১৪/২ ওল্ড চিনা বাজার স্টিড বিকামচাঁদ মার্কেটে শ্রীশ্রী রক্ষাকালী পূজা কমিটির 33তম বর্ষের পদার্পণ করলো।২৩শে আগস্ট থেকে ২৫শে আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এক ধরনের ভক্তিগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে অভয়দায়িনী কালি পুজো সূচনা করেন বৌদ্ধগুরু ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু,বড়বাজার থানা ও.সি সৌভিক চক্রবর্তী,৪৫নং ওয়ার্ড কাউন্সিলর সন্তোষ পাঠক,বিশিষ্ট সাংবাদিক বিবেক শুক্লা,তৃনমুল নেতা দ্বারা সিং,এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ।অন্যান্য কালীপুজোর মা কালীর আমরা সাধারণত জীব বাইরে দিকে বেরিয়ে থাকতে দেখা যায় কিন্তু এখানে এই পূজার বিশেষত মাকালী জীব বাইরে দিকে বেরোনো নেই।অভয়দায়নী কালীপুজো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে শনিবারে এই পুজো হয়ে থাকে।তাই অনুষ্ঠানে ভক্তিগীতি থেকে শুরু করে জনসাধারণের জন্য পুঁজো উপলক্ষে ১০০০০ মানুষের ভোগ প্রসাদ বিতরণ করা হয়।শ্রী শ্রী রক্ষাকালী পূজা কমিটির কনভেনার হরেন্দ্র দুবে,বীরেন্দ্র কুমার ঝাঁ,পায়ান সিং,সঞ্জয় দুবে, অনিল সিং,বীরেন্দ্র ঝাঁ,সুকুমার দাস,দ্বীপ সাহা,আকাশ পান্ডে, অঙ্কিত শর্মা আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment