উৎসব দাস এর রচনায় ও পরিচালনায় মঞ্চস্থ হলো "আপনাকে বলছি" ...এক প্রতিবাদি নাটক
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-সময়ের সাথে বদলে যাচ্ছে জীবন ধারা, সেই সঙ্গে বাড়ছে জনসংখ্যা এবং বেকার সমস্যা।প্রতিদিন আমাদের সমাজে নানা রকম দুর্নীতি হয়েই চলেছে। সেই অন্যায়ের প্রতিবাদ করেন তপন।
এক সময় তার স্ত্রী মারা যায়। তার ছেলে অনির্বাণ কে কোলে পিঠে মানুষ করেন তপন এর এক মাত্র বোন তনিমা। অনির্বাণ কলেজে পড়ে। সে ও বাবার মতন প্রতিবাদী। মুখে মুখোশ পরে সে সমাজের দুর্নীতির মুখোশ খুলে দেয় ইউ টিউবে নানা ধরনের ভ্লগ করে। এক সময় তপন এর চাকরি চলে যায়
অন্যায়ের প্রতিবাদ করায়। কোট কেস জিতে তিনি আবার চাকরি ফেরত পায়। এরমধ্যে একদিন তার বাড়িতে ফোনে হুমকি আসে। সেই ফোনটা পায় তার বোন তনিমা। হুমকি তে তাকে বলা হয় অনির্বাণ এর কথা। সে যেন কলেজে কোনো অন্যায়ের প্রতিবাদ না করে, তা না হলে এর ফল ভালো হবে না। তপন অনির্বাণ কে বোঝাতে যায়। এমন সময় হঠাৎ মাঝরাতে বাড়িতে পুলিশ আসে। তার পর কি হয় সেটা জানার জন্য সকল দর্শকদের দেখতেই হবে মিউনাস
এর এই এক ঘণ্টার নতুন নাটক
" আপনাকে বলছি "। এই নাটক এক কথায় আমাদের সমাজে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদের - প্রতিবাদী নাটক। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহায়তায় এই নাটকটি নির্মিত হয়েছে। " আপনাকে বলছি" এই নাটকের রচনা ও নির্দেশনা উৎসব দাস।
প্রযোজনা করেছে মিতালী উৎসব নাট্য সংস্থা ( মিউনাস) এই নাটকে চমৎকার
আলো করেছেন বাবলু সরকার।
মঞ্চ ভাবনা ও মঞ্চ নির্মানে সোমনাথ পাল ও অজিত রায় এর কাজ খুব সাদামাটা।
শম্ভু চিত্রকরের রূপসজ্জা ও
সৌগত কর্মকারের আবহ এ নাটকে যথাযথ। অভিনয়ের ক্ষেত্রে তনিমা (রত্না ধর),
তপন ( অরুণ মুখার্জী),
অনির্বাণ ( প্রণয় শর্মা),
পুলিশ অফিসার (মলয় মুখার্জী), এবং কনস্টেবল (অভিজিৎ মন্ডল) ভালো অভিনয় করেছেন। তবে এই নাটকের যেহেতু এটা প্রথম মঞ্চায়ন তাই আরো অনুশীলনের
প্রয়োজন আছে। সব মিলিয়ে এই নাটক আজকের সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার বার্তা বহন করবে।
Comments
Post a Comment