পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সামাজিক কর্মকাণ্ডের সভা।*
শুভ ঘোষ (কলকাতা): উত্তর ২৪ পরগনার রাজারহাট পশুপতি মার্কেট, রেকজোয়ানী মোড়ে পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক ভারতের ৭৯ তম স্বাধীনতার দিবস উপলক্ষে দুস্থ গরিবদের খাদ্য সরবরাহ ও পড়াশুনার শিক্ষন সামগ্রী প্রদান এবং পদযাত্রা ও সত্যজিৎ রায় ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অ্যামনেস্টি ইন্ডিয়ার সম্পাদক তথা দ্যা গ্রেট ইন্ডিয়া টাইমস্ এর সম্পাদক সুশান্ত সরকার এবং পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মহম্মদ ইউসুফ আলী গাজী, সম্পাদক সেখ সাইনুর ইসলাম এবং সংশ্লিষ্ট সোসাইটির সদস্যবৃন্দ এবং সম্পূর্ণা ইমাজিন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সংস্থার চেয়ারম্যান সন্দীপ পাল, চিফ অ্যাডভাইজার হাবিব হোসেন, ক্যারেটে মাস্টার নির্মল সাহা, আরো অনেক বিশেষ অতিথিবর্গ উপস্থিত ছিলেন। পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পদযাত্রা শুরু হয় কর্পোরেট অফিস থেকে সত্যজিৎ রায় ভবন পর্যন্ত, এবং সত্যজিৎ রায় ভবনে সমস্ত অতিথিবৃন্দকে উত্তরীয়, ফুল, মানপত্র ও ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির বার্তা ( *সেবায় মানবতা উন্নয়নে সমাজ)* তারা সব ধর্ম নির্বিশেষে অসহায় মানুষের পাশে থাকার বার্তা দেন ও "ধর্ম নয় কর্ম চাই" "অশান্তি নয় শান্তি চাই" । সংগঠনটির নিবন্ধীকৃত অফিস-উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট পূর্ব রাজবাটি (সবেদা তলা) কলকাতা- ৭০০১৩৫ এবং কর্পোরেট অফিস- পশুপতি মার্কেট উত্তর ২৪ পরগনা রাজারহাট রেকজোয়ানী মোড়, কলকাতা-৭০০১৩৫।মূলত অনুষ্ঠানে ছোট ছোট শিশু শিল্পী তাদের সংগীত ও নৃত্য পরিবেশন করে স্বাধীনতা দিবস উপলক্ষে।
Comments
Post a Comment