বাবা লোকনাথ ধামে যাওয়া ভক্তদের প্রসাদ বিতরণ করেন সমাজসেবী পূর্ণেন্দু দেবনাথ ।
সন্তু চ্যাটার্জী (কলকাতা):১৫ আগস্ট ২০২৫ শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সনাতনী সংসদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী পূর্ণেন্দু দেবনাথ এর উদ্যোগে বাবা লোকনাথ ধামে যাওয়া ভক্তদের প্রসাদ বিতরণ করলেন ।এর আগেও অনেক সমাজ সেবা মূলক অনুষ্ঠানে পূর্ণেন্দু দেবনাথ অংশ নিয়েছেন, নিজে আয়োজন করেছেন। শীত বস্ত্র বিতরণ, গরীব মানুষ কে সাহায্য , জামা কাপড় প্রদান, চিকিৎসার ব্যবস্থা , শিশুদের বই পেন পেন্সিল দেওয়া নানা রকম সমাজ সেবা মূলক কাজ করে মানুষের পাশে থাকেন পূর্ণেন্দু দেবনাথ।
Comments
Post a Comment