অনুষ্ঠিত হতে চলেছে ৩০ - ৩১ আগস্ট আড়িয়াদহ ক্লাইম্যাক্স আয়োজিত নাট্য উৎসব ২০২৫
৩০ ও ৩১ আগস্ট শনিবার এবং রবিবার সন্ধায় বরানগর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ।
আড়িয়াদহ ক্লাইম্যাক্স এই নাট্য দল প্রতিষ্ঠা হয় ২০১৪ সালে। সেই থেকে তারা নাট্য উৎসব করে চলেছে এই কথা এক সাংবাদিক সম্মেলনে জানালেন দলের অন্যতম কর্ণধার, নির্দেশক এবং অভিনেত্রী সবিতা দাস। এইবার প্রথমদিন অর্থাৎ ৩০ আগস্ট শনিবার বিকেলে এই নাট্য উৎসব উদ্বোধন করবেন নাট্য পরিচালক সুরজিৎ সিনহা এবং রনি ভৌমিক।প্রথমদিন প্রথম নাটক মঞ্চস্থ হবে বরানগর এক্টিভ থিয়েটার এর নাটক রাজযোটক। রচনা রমেন লাহিড়ী। নির্দেশনায় আছেন মুনমুন পাঠক। দ্বিতীয় নাটক পরিবেশিত হবে মহিষাদল শিল্পকৃতির নাটক সেই স্বপ্নপুর।
রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়। নির্দেশনায় সুরজিৎ সিনহা। এই দিনের শেষ নাটক মঞ্চায়ন হবে
রচনা ও নির্দেশনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলী। উৎসবের দ্বিতীয়দিন অর্থাৎ শেষদিন এর প্রথম নাটক থাকবে রাণীকুঠি আঙ্গিক এর নাটক বাতিঘর। রচনা সুমন্ত্র চট্টোপাধ্যায়। নির্দেশনায় আছেন
সুশান্ত মজুমদার। দ্বিতীয় নাটক হবে হাওড়া সন্ধানী শিল্পী গোষ্ঠী
র নাটক পাখি। রচনা মনোজ মিত্র। নিদের্শনা দেবাদীপ গাঙ্গুলী। উৎসবের শেষ নাটক মঞ্চস্থ হবে আড়িয়াদহ ক্লাইম্যাক্স
এর নতুন নাটক রৌদ্র - ছায়া।
নাটক রচনা রনি ভৌমিক। পরিচালনায় আছেন সবিতা দাস। সব মিলিয়ে জমে উঠতে চলেছে আড়িয়াদহ ক্লাইম্যাক্স এর সপ্তম নাট্য উৎসব ২০২৫।
Comments
Post a Comment