আশীষ মুখোপাধ্যায় এর নির্দেশনায় চেতলা আনন্দম এর নতুন নাটক " নটি বিনোদিনী "
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- চেতলা আনন্দম নাট্যদল স্থাপিত হয় ২০১৭ সালের জুন মাসে। তাদের প্রথম নাটক মঞ্চস্থ হয় আশিস মুখোপাধ্যায় রচিত নির্দেশিত নাটক ফাঁদ ,এর পর চেতলা আনন্দমের পরবর্তী প্রযোজনা চন্দন দাস রচিত ভুল ঠিকানায়, দলের পরের প্রযোজনা শৈলেশ দে রচিত বিখ্যাত হাসির নাটক জয় মা কালী বোর্ডিং। এর পর মঞ্চস্ত হয় সুনীল দাস রচিত দশমী। গত বছর মঞ্চস্থ হয়েছে অমর কথাশিল্পী শরত চন্দ্র চট্টোপাধ্যায় নাটক চন্দ্রনাথ এবং বর্তমান প্রযোজনা ব্রজেন দে রচিত নটি বিনোদিনী।
বাংলার রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার সময় যে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বাংলার রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা লাভ করে তা বাংলার নাট্য ইতিহাসে
চিরস্মরণীয় হয়ে আছে। এই আন্দোলনে সব থেকে বড় ভূমিকা নিয়েছিলেন যিনি তিনি হলেন নাট্যাচার্য গিরিশ চন্দ্র ঘোষ, আর তারপর যার নাম চলে আসে তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ র আর্শীবাদ ধন্যা বিনোদিনী দাসী ওরফে নটি বিনোদিনী, সেইজন্য বাংলা থিয়েটারের গোড়া পত্তন ও বিনোদিনীর আত্ম ত্যাগের করুন কাহিনী তুলে ধরতে সমগ্র দর্শক সাধারণের কাছে চেতলা আনন্দমের নতুন প্রযোজনা ব্রজেন দে রচিত নাটক " নটি বিনোদিনী" গত ১৯ আগস্ট মঙ্গলবার সন্ধায় তপন থিয়েটারে মঞ্চস্থ হলো।
ব্রজেন দে রচিত এই নাটক
"নটি বিনোদিনী" সম্পাদনা গীত চয়ন, মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন আশীষ মুখোপাধ্যায় । অপূর্ব ভাষ্যপাঠ করেছেন দেবাশীষ বসু। পাশাপাশি আলোয় বাবলু সরকার , শব্দগ্রহন ও প্রক্ষেপনে কল্যান সরকার , মঞ্চ নির্মানে রঞ্জন বসু ,পোষাক পরিকল্পনায় এম মনীষা, অয়ন মুখোপাধ্যায়, রূপসজ্জায় কেষ্ট সামন্ত যথাযথ।
এবার আসা যাক অভিনয়ের
কথায়।
নটি বিনোদিনী নাটকে দুর্দান্ত অভিনয় করেছেন বিনোদিনী ( জয়িতা ব্যানার্জী),
ভব তারিণী মা (অনন্যা চক্রবর্তী), ঠাকুর রামকৃষ্ণ (আশীষ মুখোপাধ্যায়),
গিরিশ (প্রেমাঞ্জন দাসগুপ্ত),
হৃদয় (রাজীব ব্যানার্জী),
রাখাল ( দেবাশিস চক্রবর্তী),
গুর্মুখ রায় (অনির্বান চক্রবর্তী)।
অন্যান্য চরিত্রে করেছেন
অমৃতলাল (বিশ্বজিৎ আচার্য),
রামদত্ত (সোমেশ বসু),
দাশু নিয়োগী (সায়ন মুখার্জী),
বেণী মিত্তির (গোপাল ব্যানার্জী),
মাধাই (বাপি শেখ), জগাই (দিবাঞ্জন সাহা), বালক ব্রাহ্মণ (শাস্বত ঘোষাল), দীপক সিং (সানি), সুরত কুমারী (কল্যাণী সেনগুপ্ত), আমোদিনী (অনিন্দিতা বসু), পান্না ( স্বেতস্রী মন্ডল), অতুল ( পলাশ হালদার ) ও রাঙাবাবু ( বিশ্বদীপ দত্ত )। সব মিলিয়ে সবার দেখার মতন প্রযোজনা চেতলা আনন্দম এর নতুন নাটক " নটি বিনোদিনী "।
Comments
Post a Comment