শারীরিক প্রতিবন্ধীকতা দমিয়ে রাখতে পারেনি দুর্গাপুরের সুকল্প ঘটককে।
সন্তু চ্যাটার্জী (কলকাতা):- শারীরিক প্রতিবন্ধীকতা দমিয়ে রাখতে পারেনি দুর্গাপুরের সুকল্প ঘটককে। সুকল্প দুর্গাপুরের বাসিন্দা। ছোটবেলা থেকেই সে সেরিব্রাল পালসি তে আক্রান্ত। অন্ধকারে ছায়া যখন পিছনে তাকে তাড়া করে বেরাচ্ছে তখনো সুকল্প থেমে থাকেনি। সে ওই ছায়াকে দমিয়ে দিতে হাতে নিয়েছে রং ও তুলি। তার জীবনের একমাত্র সঙ্গী হিসাবে ভালোবেসে হাতে তুলে নিয়েছে রং তুলিকে। মাত্র ছয় বছর বয়সে সুকল্প আঁকা শুরু করেন । এখন ছবি আঁকাটাই তার একমাত্র ধ্যান, জ্ঞান ও ভাবনা। আজ সে বিভিন্ন ছবির মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে। এইভাবে এগিয়ে চলেছে সুকল্প। কঠিন পথ চলায় তার একমাত্র বন্ধু হিসেবে পেয়েছে তার বাবা-মা এবং তার আঁকার শিক্ষক শ্যামল গাঙ্গুলিকে। এখন তার আঁকা ছবি জায়গা করে নিয়েছে বিভিন্ন চিত্র প্রদর্শনীতে। এবং তাক লাগিয়ে দিয়েছে সমস্ত মানুষকে। সূকল্প নানা ধরনের ছবি আঁকেন। । সেই আবেস এর বিমূর্ততা কে ছবির নানা রঙে ভরিয়ে তোলেন তার ভাবনায় তার মনের ক্যানভাসে।
Comments
Post a Comment