ত্রিগুনা সেন মঞ্চে প্রকাশিত হলো " ধ্রুব সাহিত্য কহণ "উৎসব সংখ্যা ১৪৩২
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):প্রতিবছরের মতো গত ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় যাদবপুর ত্রিগুনা সেন মঞ্চের দোতলায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ২০২ নম্বর রুমে উদ্বোধন হয়ে গেলো বাংলা লিটিল ম্যাগাজিন জগতের অনন্য পত্রিকা " ধ্রুব সাহিত্য কহন " শারদ সংখ্যার। এই পত্রিকা উদ্বোধন করেন কলকাতা দূরদর্শনের প্রাক্তন সংবাদ পাঠিকা, ঘোষক ও সঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য। মঞ্চে ছিলেন পত্রিকার সম্পাদক
সুকমল ঘোষ, যুগ্ম সম্পাদক ও কার্যনির্বাহী সম্পাদক প্রণব মুখোপাধ্যায়। পত্রিকা প্রকাশ করে ইন্দ্রানী ভট্টাচার্য লিটিল ম্যাগাজিন চর্চার কথা উল্লেখ করেন ।তিনি বলেন ধ্রুব সাহিত্য কহন লিটিল ম্যাগাজিন হিসাবে খুব ভালো একটি পত্রিকা যেখানে নানা ধরনের লেখায়
সমৃদ্ধ হয়েছে এই ম্যাগাজিন।এইদিন আবৃত্তি করেন বাচিক শিল্পী শান্তা চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন কৌশিক চক্রবর্তী এবং শ্রুতি পাঠে নজর কাড়েন মহুয়া চৌধুরী।
এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ
ছিলো জ্যোতিভূষন চাকী স্মারক বক্তৃতা।
। বিষয় ছিলো অভিবাসী লেখিকা কেতকী কুশারী ডাইসন। অসাধারণ বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের
নিয়মিত বিভাগ, সম্পাদকীয়র পাশাপাশি প্রতর্ক অর্থাৎ গত সংখ্যাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কবি ও সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ।
প্রবন্ধ তে লেখক আশিস দাস ধ্রুপদী ভাষার স্বীকৃতিতে বাংলা ভাষা নিয়ে চমৎকার লিখেছেন,
প্রখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ কে কেন্দ্র করে এই বইতে দুটি প্রবন্ধ আছে। প্রয়াত ডলি দত্ত র মেলোড্রামা এবং ঋত্বিকের ছবি ও সূকমল ঘোষ এর লেখা ঋত্বিক ঘটকের গল্প প্রসঙ্গে। এই দুটি লেখা পড়ে বেশ ভালো লাগলো। এই বইতে " রবীন্দ্র গানের রাজরাজেশ্বরী " অসাধারণ নিবন্ধ লিখেছেন
প্রখ্যাত সাহিত্যিক শঙ্করলাল
ভট্টাচার্য ও গীতিনাট্য : অন্য রবীন্দ্রনাথ লিখেছেন ইন্দ্রানী ভট্টাচার্য। এছাড়া জয়শ্রী সেন এর শৈশব, কল্যাণ কুমার মিত্র র
লেখা দীনবন্ধু মিত্র প্রসঙ্গে, মালা সেন চৌধুরীর ভ্রমণ কাহিনী ডুবি অমৃতপাথারে
লেখাগুলো সকলের নজর কাড়বে। এই বইতে সত্যপ্রিয়
মুখোপাধ্যায়, রীতেন্দ্রনারায়ণ
রায় অনিমেষ বসু, প্রণব মুখোপাধ্যায়, তপন রায় চৌধুরী,
মৃত্যুঞ্জয় হালদার, ইন্দ্রজিৎ আইচ, চঞ্চল দাসগুপ্ত র ছড়া ,
রথীন কর, অম্লান বাগচী, স্বর্ণালী দত্ত, সুকমল ঘোষ, সুস্মেলী দত্ত, শান্তনু সেন, মধুরা মিত্র এনাদের কবিতা গুলো মন্দ নয়। অনুগল্প কুয়াশা ও নাইটি লিখেছেন ঊষা রায় এবং সুপর্ণা
গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে শ্যামলী
রক্ষিত এর ভাদর পাঁচালি, সায়ন্তনী নাগ এর ত্রিনেত্রী,
মহুয়া চৌধুরী র অপ্রতিযোগী, শমিতা মুখোপাধ্যায় এর তরঙ্গিনী সহ - বাস, প্রণব মুখোপাধ্যায় এর অপব্যায়, দেবাশিস দাস এর ওই যে আপনজন, চিত্রালী ভট্টাচার্য র লোভ এবং মনোজিত মিত্র র
নবাবপুরের পাঁচালি গল্পগুলো
সকল পাঠক পাঠিকা র ভালো লাগবে। এই বইয়ে রজত ঘোষ
এর প্রচ্ছদ অপূর্ব। দাম ৬০ টাকা। সব মিলিয়ে " ধ্রুব সাহিত্য কহন " সকলের সংগ্রহের যোগ্য।
Comments
Post a Comment