উত্তম মঞ্চে প্রয়াত সঙ্গীত শিল্পী অপরাজিতা বর্মনের স্বরণ সন্ধ্যা
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):তিনি ছিলেন, তিনি আছেন তিনি থাকবেন। তিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী অপরাজিতা বর্মন। বিগত ২১শে জুন শনিবার ২০২৫ ইহলোকের সব মায়া ত্যাগ করে অভিনেতা রাহুল বর্মণের সহধর্মিনী সংগীতশিল্পী অপরাজিতা বর্মণ পারি দিয়েছেন মহাশূন্যের পথে। তার স্মৃতির উদ্দেশ্যে এবং তার অগণিত ভক্তের শ্রদ্ধা এবং ভালোবাসাকে পাথেয় করে গত ২১শে সেপ্টেম্বর, রবিবার মহালয়ার দিনে উত্তম মঞ্চে সন্ধে সাড়ে ছটায়,তার ফেলে যাওয়া কিছু কাজকে সামনে রেখে একটি স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হলো । সকলের ভালোবাসায় অপরাজিতাকে করে তুলেছে "অপরাজেয় অপরাজিতা ”।।"অপরাজিতা আমি অপরাজেয় তুমি।নিয়তির খেলায় গিয়েছি সুদূরে কথায় ও সুরে বাঁচি।"
সুন্দর এই সন্ধ্যায় কথায়, গানে, কবিতায় ও নাচে অনুষ্ঠানটা হয়ে উঠেছিল এক অনন্য ও স্মৃতিমেদুর সন্ধ্যা। মনটা হারিয়ে গিয়েছিল, মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল। মনে পরছিল অনেক পুরোনো কথা রাহুল-অপরাজিতর কথা, দু'জন দুজনের কথা।সেদিনের সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবশ্রী রায়, মমতা শংকর, সঙ্গে গানে জোজো, মনোময় ভট্টাচার্য্য, সৈকত মিত্র, লাজবন্তী রায়, অরুনাভ চট্টোপাধ্যয়। আবৃত্তি-তে সুতপা বন্দোপাধ্যয়, অভিনেতা বিশ্বজিত চক্রবর্তী রায়া ভট্টাচার্য্য, সতীনাথ মুখোপাধ্যায়, বিজয়লক্ষী বর্মণ,মুক্তোধারা বসু। নৃত্যে অনিন্দিতা ব্যনার্জী। বিধায়ক দেবাশীষ কূমার-এর উপস্থিতি এবং তার স্মৃতিচারণ অনুষ্ঠানটির অন্য মাত্রা দেয়। রাহুল বর্মণের আবেগ-জড়িত কন্ঠে" আমি তোমায় ভালবাসি" এই অনুষ্ঠানের সেরা পাওনা। সুন্দর সঞ্চানায় সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল যার দায়িত্বে ছিলেন দেবলীনা দত্ত, চৈতী ঘোষাল, দেবদূত ঘোষ ও বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য্য।
সকলের অতিপ্রিয় অপরাজিতা, অপারাজেয় হয়ে থাকুক আমাদের সকলের অন্তরে। সেদিনের উত্তম মঞ্চের এই স্মরণ সন্ধ্যাটা ছিলো সকল শিল্পী, কলাকুশলী, দর্শক - অনুরাগীদের কাছে খুব
তাৎপর্য পূর্ণ ও আবেগের।
Comments
Post a Comment