কলামন্ডলম এর আয়োজনে আগামী ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে মান্না দে এর গানের সাথে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): ৬০ এর দশকের শেষে নিউ এম্পায়ার অডিটরিয়ামে প্রখ্যাত কথাকলি নৃত্যশিল্পী গুরু গোবিন্দন কুটটির নৃত্য পরিবেশন দেখে মুগ্ধ হয়ে গেছিলেন আরেক প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে। একজন পুরুষ নৃত্য শিল্পী অনবদ্য নাচলেন , " গোবিন্দন কুটটি " সর্ম্পকে সেই কথা স্মৃতি চারণ করেছিলেন মান্না দে স্বয়ং ২০o৫ সালে গোবিন্দন কুটটির পুত্র সোমনাথ কুটটি র কাছে। সেই দুটি কিংবদন্তি আজ প্রয়াত। এই দুই শিল্পী কে একত্রিত করতে দক্ষিণ কলকাতার বিখ্যাত নৃত্য প্রতিষ্ঠান কলামন্ডলম তাদের গল্ফগ্রিনের নিজস্ব গুরু গোবিন্দিন কুটটি অডিটরিয়ামে আগামী ২৫ এ অক্টোবর ২০২৫ শনিবার সন্ধ্যায় আয়োজন করেছে মান্না দের গানে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান।
এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার সুমিত ঘোষাল, সঙ্গীত পরিচালক অমিত দাশগুপ্ত, আই সি সি আর এর প্রাক্তন ডিরেক্টর গৌতম দে, zodiac express এর চেয়ারম্যান সুবল চক্রবর্তী,
ইডেন মিডিয়ার কর্ণধার বিতান রায় , কাউন্সিলার সন্দীপ নন্দী মজুমদার ও তপন দাসগুপ্ত।
এই অনুষ্ঠানে মান্না দের নানা জনপ্রিয় গানের তালে নৃত্য পরিবেশন করবেন বিভিন্ন নৃত্য শৈলীতে মালবিকা সেন, ঝিনুক মুখার্জী সিনহা, কলামণ্ডলম স্বর্ণদীপা, তানিয়া দেওয়ানজী, শতাক্ষী মুখার্জী, সম্রাজ্ঞী ঘোষ, ইলিনা বসু, জলসা চন্দ্র,
সৌমিতা ঘোষ, তপজা চক্রবর্তী,
তৃষা চক্রবর্তী, শুভঙ্কর ব্যানার্জী সহ আরো অনেকে। সঞ্চালনায় থাকবেন দেবলীনা ভট্টাচার্য্য দোয়েল।
Comments
Post a Comment