কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবে অনুষ্ঠিত হতে চলেছে
সন্তু চ্যাটার্জী (কলকাতা):- দক্ষিণেশ্বর আড়িয়াদহ ফেরিঘাটের সন্নিকটে শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসবে অনুষ্ঠিত হতে চলেছে মন্দির প্রাঙ্গনে অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম মহা সম্মেলন | কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণেশ্বর আয়োজিত ৮ দিন ব্যাপী এই মহোৎসবের প্রধান আয়োজক অখিল ভারতীয় বৈষ্ণব চতুষ সম্প্রদায় শ্রী মহন্ত শ্রী শ্রী ১০৮ স্বামী রাস বিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ | বিবিধ আধ্যাত্মিক ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ১০৮ শ্রী মদ্ ভগবত মূলপাঠ জ্ঞানযজ্ঞ, ১০৮ কুন্তীয় শ্রী শ্রী গোপাল মহাযজ্ঞ, নব দিবসীয় হরিনাম সংকীর্ত্তন , বৃন্দাবনীয় মহারাস লীলা সহ অন্যান্য অনুষ্ঠান চলবে | | উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথিরূপে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দেশ বিদেশ থেকে আগত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের | ৯ অক্টোবর সাংবাদিক সম্মেলনে মন্দির প্রাঙ্গণ থেকে এমনটাই জনসমক্ষে জানালেন মন্দির প্রাঙ্গনে উপস্থিত শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ, কাঠিয়া বাবা চ্যারিটেবল ট্রাস্ট দক্ষিণেশ্বরের সম্পাদক দিলীপ পাল | সংস্থা থেকে আশা করা হচ্ছে দেশ বিদেশ থেকে হাজারো হাজারো ভক্তগনের সমাগম হবে এই অনুষ্ঠানে |
Comments
Post a Comment