প্রথম কলকাতা সংস্কৃতি উৎসবের বিশাল সাফল্যের পর,উৎসব টি আবারও তার দ্বিতীয় অধ্যায় নিয়ে ফিরে আসতে চলেছে
শুভ ঘোষ (কলকাতা): দ্বিতীয় কলকাতা সংস্কৃতি উৎসব,৮ই নভেম্বর ২০২৫, বেহালার শরৎ সদন অডিটোরিয়ামে যৌথভাবে আয়োজিত হচ্ছে সমর্পণ সেবা সমিতি যার নেতৃত্বে রয়েছেন সমাজসেবী ও যোগব্যায়াম অনুশীলক শ্রী অনিল কুমার মেহরা,যিনি সমাজের অনাথ ও অবহেলিত শিশুদের উন্নয়নের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ এবং ছন্দা মঞ্জরী,যার পরিচালক শ্রীমতী মঞ্জুশ্রী ব্যানার্জী, যিনি ১৯৭৬ সাল থেকে নিখুঁত শাস্ত্রীয় ওড়িশি নৃত্য শিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ছন্দা মঞ্জরীকে গড়ে তুলেছেন।
ছন্দা মঞ্জরীর নবীন শিল্পীদের পাশাপাশি উৎসবে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট অতিথি শিল্পী, যেমন,গুরু আশীমবন্ধু ভট্টাচার্য (কথক),শ্রী রাজীব ভট্টাচার্য (ওড়িশি),এবং ড.পুষ্পিতা ভট্টাচার্য (রবীন্দ্রনৃত্য)যাঁরা উৎসবের মহিমা ও আভিজাত্য আরও বৃদ্ধি করবেন।নৃত্য ও সংগীত জগতের আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্বও এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবকে আরও গৌরবান্বিত করবেন।
Comments
Post a Comment