মুক্তি পেলো "হাফমুন এন্টারটেইনমেন্ট"এর দুটি মিউজিক ভিডিও অ্যালবাম
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): কলকাতায় হালকা শীতের আমেজ। আর ঠিক সেই মুহূর্তে শিল্প-সংস্কৃতিপ্রেমীদের কাছে নতুন খবর নিয়ে এলো "হাফ মুন এন্টারটেইনমেন্ট" ।
এই প্রোডাকশন হাউজের দুটি ভিডিও অ্যালবাম "অনন্ত প্রেম" ও "যদি বলতে" দক্ষিণ কলকাতার এক কফি শপে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশে আত্মপ্রকাশ করল। এই গানদুটির গীতিকার, কাহিনীকার এবং পরিচালক রাজা ব্যানার্জি। তিনি সাংবাদিক সম্মেলনে জানালেন, এই অ্যালবামে গানে লিপ দিয়েছেন কল্যাণী মন্ডল, ভাস্বর চ্যাটার্জি, কাঞ্চনা মৈত্র, আরাত্রিকা ব্যানার্জি, প্রার্থিব ব্যানার্জি প্রমূখ। রাজা ব্যানার্জীর লেখা গানগুলো শ্রোতারা শুনতে পাবেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী , অনুষ্কা পাত্র ও এম তীর্থের কণ্ঠে। ডকুমেন্টারি বা তথ্যচিত্র তৈরিতে নিজেদের প্রতিষ্ঠিত করার পর প্রযোজক শুভাশিস গাঙ্গুলী এবারে গানের অ্যালবাম তৈরিতে এগিয়ে এলেন। পাশে পেলেন একাধারে অভিনেতা এবং পরিচালক রাজা ব্যানার্জিকে।
উল্লেখ করা যেতে পারে, প্রবাদপ্রতিম অভিনেতা জ্ঞানেশ মুখার্জির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন রাজা।
এইদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত শিল্পী ছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় , কাঞ্চনা মল্লিক, কল্যানী মন্ডল, সহ আরো অনেক কলাকুশলীরা। প্রত্যেকে আশাবাদী এই মিউজিক ভিডিও অ্যালবাম দুটির সফলতা নিয়ে। এই দুটি অ্যালবামে আবৃত্তি করেছেন জয়শ্রী গাঙ্গুলী। সব মিলিয়ে সকলের নজর কাড়বে
এই দুটি মিউজিক ভিডিও।
Comments
Post a Comment