আগামী ১৫ ই ডিসেম্বর ২০২৫ সোমবার চার দফা দাবী তে জেলা শাসকদের কাছে ডেপুটেশন দেবে সর্ব ভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): সারা ভারতবর্ষের স্বজাতীয় কুম্ভকার ভারতবর্ষের স্বাধীনতা লাভের ৭৭ বছর পরও সাধারণ মানুষের মতো বেঁচে থাকার অধিকার থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে। ভারতবর্ষের প্রায় ১৬ কোটি কুম্ভকার তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় ৪৫ লক্ষ অনুন্নত দরিদ্র ও অবহেলিত কুম্ভকার বন্ধুগণ ন্যায্য দাবী ও অধিকার আদায় করার জন্য সারা ভারতবর্ষ ব্যাপী তথা পশ্চিমবঙ্গে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ ও একত্রিত হয়ে এগিয়ে চলেছে।আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সর্ব ভারতীয় অনুন্নত কুম্ভাকার সমিতির সাধারণ সম্পাদক নির্মল পাল জানালেন
সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের সমিতি বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে। সমিতির দাবী-দাওয়ার ভিত্তিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্যের প্রতিটি কুম্ভকার বন্ধু সরকারীভাবে কিছু সুযোগ-সুবিধা পাচ্ছেন কিন্তু এখনও অনেক দাবী আমরা আদায় করতে পারিনি। আমরা আগামী ১৫ ই ডিসেম্বর ২০২৫ সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলাশাসকের নিকট আমাদের দাবী সনদ গুলো উপস্থাপন করব। পরবর্তী পর্যায়ে উক্ত দাবী গুলো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতৃত্বের কাছেও উপস্থাপন করব। আশা করি এই আলোচনার মাধ্যমে এই দাবী গুলো পূরণ করা হলে আমাদের কুম্ভকার পরিবার গুলি উপকৃত হবে। আমাদের প্রধান চারটি দাবী হল
১) কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড করতে হবে।
২) মৃৎশিল্পের জন্য মাটির ব্যবস্থা করতে হবে।
৩) অসুস্থ, অবসর প্রাপ্ত কুম্ভকারদের ভাতা মাসিক নূন্যতম ৫০০০ (পাঁচ হাজার) টাকা প্রদান করতে হবে।
৪) ও বি সি (এ) সার্টিফিকেটের সরলীকরণ ও দ্রুততার সাহিত প্রদান করতে হবে।
মানি পাল জানালেন
সমস্ত সুযোগ-সুবিধা আমাদের পুত্র কন্যার এবং আগামী প্রজন্মের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। বিভিন্ন সময়ে নানা গণআন্দোলনের মাধ্যমে এই সুযোগ-সুবিধা গুলি আদায় করা সম্ভব হয়েছে। এখনও যে সমস্ত দাবী-দাওয়া আদায় করা সম্ভব হয়নি সেগুলির জন্য চাই বৃহৎ শক্তি। আমাদের জেলায় বিভিন্ন থানা কমিটি, আঞ্চলিক কমিটি গুলিকে আন্দোলনে অংশগ্রহণ বাড়াতে হবে, যেখানে সংগঠন নেই সেখানে সংগঠন গড়ে তুলতে হবে, আগামী প্রজন্ম সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সেজন্য সমস্ত কুম্ভকার বন্ধুর সক্রিয় অংশগ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। গোপাল পাল সাংবাদিক সম্মেলনে বলেন
সব থেকে বড় কথা তামিলনাড়ু ও বিহারের কুম্ভাকারদের অবস্থা খুব খারাপ। তাই আগামী ১৫ ই ডিসেম্বর ২০২৫ সোমবার সব জেলাশাসকদের কাছে গন ডেপুটেশন দেবে সর্ব ভারতীয় অনুন্নত কুম্ভাকার সমিতি।
সর্বশেষ এই কথা আমাদের জানালেন সর্ব ভারতীয় অনুন্নত
কুম্বাকার সমিতির সাধারণ সম্পাদক নির্মল পাল। আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহন প্রজাপতি, উজ্জ্বল পাল,
মহিরঞ্জন পাল, কল্যাণ পাল,
জগন্নাথ পাল, রাজীব পাল।
Comments
Post a Comment