বালিগঞ্জ গীতিকা মিউজিক এর সঙ্গীত সম্মেলন ও বিজয়া সম্মিলনী
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): বালিগঞ্জ গীতিকা মিউজিক ( স্থাপিত : ১৯৪৭ ) আয়োজিত ৪৪ তম বার্ষিক গীতিকা সংগীত সম্মেলন ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো গত ২ রা নভেম্বর ২০২৫ দক্ষিণ কলকাতার, শরৎ স্মৃতি সদনে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিষ কুমার ও দেবযানী কুমার। তাঁদের অপূর্ব শ্রুতি নাটক উপস্থাপনা সকল দর্শক শ্রোতাদের মন ছুয়ে যায়। তাঁদের সম্মান প্রদান করেন গীতিকা সংস্থার দুই কর্ণধার তবলা বাদক বিশ্বরঞ্জন নন্দী ও সঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী। উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ও বৈজ্ঞানিক ড: তানিয়া দাস। তাকেও সংস্থার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এবারের গীতিকা-র সংগীত প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেন সঙ্গীত শিল্পী ও জি টিভি সা রে গা মা পা খ্যাত তানিষ্কা সরকার। তাঁকে পুরস্কৃত করা হয় সংস্থার তরফ থেকে। তার অসাধারণ সংগীত পরিবেশন পূর্ণ প্রেক্ষাগৃহের দর্শকদের মন ছুঁয়ে যায়। সংস্থার ছাত্র ছাত্রীদের সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আরও কিছু গুণী সংগীত ও বাচিক শিল্পী সেদিন অনুষ্ঠানে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। সহযোগী যন্ত্র শিল্পীরা ছিলেন ( বিশ্বরঞ্জন, দেবব্রত ও অমিতরঞ্জন )। সব মিলিয়ে মন মুগ্ধকর পরিবেশনায় পরিপূর্ণ প্রেক্ষাগৃহ মুখরিত হয়ে ওঠে সেদিনের অনুষ্ঠান । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মৌ গুহ ।
Comments
Post a Comment