উৎসব দাস এর রচনা ও নিদের্শনায় নাটক " ওল্ড ইজ বোল্ড "সবার দেখার মতন প্রযোজনা
মঞ্চস্থ হলো গত ৮ নভেম্বর মিউনাসের নিজস্ব প্রেক্ষাগৃহ নাট্য আখড়ায়। মিউনাসের নতুন নাটক ওল্ড ইস বোল্ড
এর সময় সীমা চল্লিশ মিনিট।
উৎসব দাসের নাটক মানেই সমসাময়িক কোন একটি বিষয় নিয়ে নাটক যা দেখার আগ্রহ থাকে সব সময় দর্শকদের। এ নাটকও তার ব্যতিক্রম নয়। এই নাটকে এক পুরোনো অভিনেত্রীর নিঃশব্দ আর্তনাদের ছবি এঁকেছেন নাট্যকার ও পরিচালক উৎসব দাস।
আজকাল সোশ্যাল মিডিয়ায় বহু পুরনো অভিনেতা অভিনেত্রীর কন্ঠে হতাশার সুর শোনা যাচ্ছে যে, নতুন প্রজন্মের পরিচালকরা তাঁদের আর কেউ কোন কাজে ডাকছেন না । এমন ভাবনায় নির্মিত হয়েছে Old Is Bold নাটকটি। নাটকের গল্প এখানে বলব না। তবে, এটুকু জানিয়ে রাখি সুচরিতা সান্যাল (রত্না ধর) একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। মঞ্চে ও চলচ্চিত্রে তিনি এক সময় দাপিয়ে অভিনয় করেছেন। একটা সময়ে মঞ্চে তাঁর অভিনয় দেখার জন্য যেমন টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন পড়ত তেমনি তাঁকে সিনেমায় নেওয়ার জন্য নির্দেশক ও প্রোডিউসারের লাইন পড়ত। অথচ, দীর্ঘ চার বছর ধরে তাঁর কোন ডাক নেই। না মঞ্চে, না সিনেমায়। আজ সুচরিতা একাকীত্বে ভোগেন। কিন্তু লড়াইয়ের ময়দান থেকে পালাতে চান না সুচরিতা। সারাদিন কঠিন অনুশীলন চালিয়ে যান। হঠাৎ তাঁর বাড়ীতে এলেন এক তরুণ চিত্র পরিচালক অর্ক (প্রণয় শর্মা) । যিনি তাঁর ছবির মূখ্য চরিত্রে অভিনয় করাতে চান সুচরিতাকে। কী হলো তারপর ? সেটা জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে উৎসব দাসের লেখা ও পরিচালনায় মিউনাসের Old Is Bold নাটকটি।
মিউনাসের দীর্ঘদিনের অভিনেত্রী রত্না ধর সুচরিতা চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। তাঁর হতাশা, যন্ত্রণা, একাগ্রতা ও উচ্ছ্বাস তিনি উচ্চারণে ও শরীরী ভাষায় যে ভাবে ফুটিয়ে তুলেছেন তা আপনাকে মুগ্ধ করবেই। খুব অল্প সময়ের জন্য তরুণ চিত্র পরিচালক অর্ক'র চরিত্রে প্রণয় শর্মাকেও ভালো লেগেছে। আলো প্রক্ষেপণ করেছেন অভিজিৎ মন্ডল। আলো বেশ ভালো। মঞ্চ ভাবনা দৃষ্টি নন্দন। ছোট্ট পরিসরে যেভাবে সুচরিতার ড্রয়িং রুম সাজানো হয়েছে তাতে যথেষ্ট রুচির ছাপ ও অর্থবহ ছিল। আবহ নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। আমি বিশ্বাস করি কোন নাট্য নির্মাণ পরিপূর্ণ হয় না। এখানেও প্রথম শো হিসেবে কিছু ত্রুটি ছিল যা, অবশ্যই তা নাটকের চলনে বাধা হয়ে দাঁড়ায় নি। আগামীতে এই নাটক দর্শকের মন জয় করবে এই বিশ্বাস রাখি।
Comments
Post a Comment