শিক্ষাক্ষেত্রে সুবিধার্থে বিশেষ উদ্যোগ WWF ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): সম্প্রতি কলকাতায় WWF India র পক্ষ থেকে educators conclave আয়োজন করা হলো যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক ও প্রদান শিক্ষকরা উপস্থিত ছিলেন। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ হুগলি, বাঁকুড়া, নদীয়া সহ বিভিন্ন জেলা থেকে প্রায় পঞ্চাশটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে additional director মিস্টার সুরজিৎ রায় ছিলেন, west বেঙ্গল pollution control বোর্ড ডক্টর কল্যাণ রুদ্র উপস্থিত ছিলেন,  biodiversity বোর্ড থেকে ডক্টর সমেত নাথ ঘোষ ছিলেন এবং west বেঙ্গল state university থেকে প্রফেসর N ঘোড়াই বিশেষ অতিথি হিসেবে ছিলেন।
  WWF India র পশ্চিমবঙ্গ শাখার অধিকর্তা ডক্টর সঙ্গীতা মিত্র জানান, "আমাদের ওয়েবসাইট এ আছে একটা ডিজিটাল method রয়েছে , যেখানে বিভিন্ন রকম tools, applications রয়েছে। 
  সেই জন্য টিচারদের একটা ছোট workshop করে তাদের ট্রেনিং দেওয়া হলো।  এই অনুষ্ঠানে জৈব বৈচিত্র্য যেভাবে ধ্বংস হচ্ছে সারা পৃথিবী জুড়ে সেটা বাঁচাতে গেলে আমাদের কি করনীয় এবং সেক্ষেত্রে ছাত্র ছাত্রীরা কীভাবে যুক্ত হতে পারে সেটাই বলা হল। আজকের তারিখে বিশেষ করে ডিজিটাল medium কে কিভাবে আমরা use করতে পারি তার জন্য আমাদের প্রায় পাঁচশো রকমের সামগ্রী আছে যেটা আমাদের ওয়েবসাইট এ পাওয়া যায়।  সেটা সবাই access করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। কিভাবে শিক্ষকরা সেগুলোকে ব্যবহার করবেন নিজেদের স্কুলের জন্য এবং community র জন্য ব্যবহার করতে পারেন এবং ছাত্র ছাত্রীরা তারা নিজেরা পরে এটার থেকে শিখে কিভাবে field এ গিয়ে সেই কার্যক্রম গুলোকে রূপায়ণ করতে পারবেন সেই সম্বন্ধেও একটা  ধারণা দেওয়া হলো।" 
WWF India র এমন অভূতপূর্ব উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়, এমনটাই মত বিশিষ্টজনদের।

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !