এ বি প্রোডাকশনের নতুন ছবি ' বেদনা ' এর শুভ মহরত
দেবশ্রী মুখার্জী (কলকাতা): AB প্রোডাকশন এন্টারটেন্টমেন্টের পক্ষ থেকে বড় পর্দায় আসতে চলেছে বাংলা ছবি 'বেদনা ' | ৩০ শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হলো 'বেদনা' ছবির শুভ মহরৎ অনুষ্ঠান বাঘা যতীনের এ পি স্টুডিওতে | রোমাঞ্চকর থ্রিলার কাহিনীর এই ছবি ' বেদনা ' এর চিত্রনাট্য, সংলাপ , চিত্রগ্রহণ ও পরিচালনায় থাকবেনপরিচালক সমর ভট্টাচার্য | ছবির হিরো নবাগত অভিলাস পোদ্দার , ছবির শুটিং শুরু হবে এবছরের ডিসেম্বর মাস থেকে | এদিনের ছবির শুভ মুহূর্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক সমর ভট্টাচার্য্য, অভিনেতা হিমাদ্রি দাস , অভিনেতা রমেন রায় চৌধুরীর স্ত্রী শিবাণী রায় চৌধুরী , অভিনেতা সৌরভ ভট্টাচার্য্য , অমিত পাত্র অভিলাষ পোদ্দার, গায়ক বাপি হালদার, গায়িকা সোমা ব্যানার্জি সহ অন্যান্য কলাকৌশলীরা | রাজ্যের বিভিন্ন জায়গায় হবে এই ছবির শুটিং | খুব শীঘ্রই পরিচালক সমর ভট্টাচার্যের একটি হিন্দি ছবি ও আসতে চলেছে |
Comments
Post a Comment