গ্ল্যামার গ্লো ফ্যাশন আয়োজিত এর কর্ণধার মৌসুমী বর্ধনের তত্ত্বাবধানে হয়ে গেল নতুন বছর ২০২৬ এর ক্যালেন্ডার ফটোশুট
সন্তু চ্যাটার্জী (কলকাতা): ২৭ শে ডিসেম্বর গ্ল্যামার গ্লো ফ্যাশন আয়োজিত এর কর্ণধার মৌসুমী বর্ধনের তত্ত্বাবধানে ইউ পি আই ও NB প্রোডাকশনের সহযোগিতায় কিং স্টুডিওতে অনুষ্ঠিত হলো নতুন বছর ২০২৬ এর ক্যালেন্ডার ফটোশুট | ইন্ডিয়ান ও ট্রাডিশনাল ওয়েস্টার্ন আউটফিটে প্রায় 20 জন প্রফেশনাল ও নিউকামর্স মডেল এতে গ্রহণ করে। এই শুটে এদিন অল্প বয়সী মডেল অহনা ঘোষ সহ মডেল শুভ্রা নায়েক ও অন্যান্যরা সানু পাখিরা ও অনন্যা মাহি বাগের ডিজাইনার আউটফিটে সেজে ওঠে | এদিন শুটে দেখা যায় রিপোটার্স এন্ড ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন কেও | এছাড়াও উদ্যোক্তাদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন মৌসুমী বর্ধন , NB প্রোডাকশনের নীল বিশ্বাস , প্রসেন তিওয়ারি সহ অন্যান্যরা | এদিনের শুটে ফটোগ্রাফি করেন কৌস্তভ বন্দ্যোপাধ্যায়।
Comments
Post a Comment