*সরশুনা 'সপ্তর্ষি' নৃত্যসংস্থা ১০ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।*


শুভ ঘোষ (কলকাতা):নৃত্যের ভাষায় স্মৃতি, সাধনা ও স্বপ্নের মেলবন্ধন।এই ভাবনাকে সঙ্গী করেই সরশুনা সপ্তর্ষি নৃত্য সংস্থার ১০ম      তম বার্ষিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত ২৭ও ২৮শে ডিসেম্বর,২০২৫ বেহালা শরৎ সদন প্রেক্ষাগৃহে। চলতি বছরেই সংস্থাটি তার গৌরবময় শিক্ষা যাত্রার ২০ বছরে পদার্পণ করলো।এই দীর্ঘ পথচলার নেপথ্যে রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও গুরু শ্রী প্রশান্ত চ্যাটার্জী।যাঁর অনন্য নৃত্যভাবনা,শাস্ত্রীয় শৃঙ্খলা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি বাংলা নৃত্য জগতে একটি স্বতন্ত্র ধারার সৃষ্টি করেছে।তাঁর কাছে নৃত্য কেবল মঞ্চের শিল্প নয়,বরং চরিত্র নির্মাণ, সংবেদনশীলতা ও শৈল্পিক বোধ জাগ্রত করার এক সাধনপথ। শাস্ত্রীয় ঘরানার ভিতের উপর দাঁড়িয়ে সমকালীন ভাবনার নির্যাসে তিনি যে নৃত্যভাষা নির্মাণ করেছেন, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর ছাত্রছাত্রীদের পরিবেশনার মধ্যেই প্রতিফলিত হয়েছে।
এই বছরের বার্ষিক অনুষ্ঠানে তাঁর তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষিকা রেশমী অধিকারী চ্যাটার্জী, সৌমিলী দাস পাঁজা, মোনালিসা ভট্টাচার্য্য ও পুনম দাসের নির্দেশনায় প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে।নৃত্যো উৎসবে ভরতনাট্যম, সৃজনশীল নৃত্য,আধুনিক, লোকনৃত্য ও বলিউড ঘরানার বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের নিয়ে যায় নানা অনুভবের জগতে।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত মূকাভিনয় শিল্পী শ্রী দিলীপ ভট্টাচার্য্যের গভীর ভাবসম্পন্ন বিশেষ পরিবেশনা এবং বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী শ্রীমতি ময়ূরী ব্যানার্জির মনো মুগ্ধকর উপস্থাপনা, যা এই উৎসবকে আরও সমৃদ্ধ করেছে।উল্লেখ যোগ্যভাবে,প্রশান্ত চ্যাটার্জীর তত্ত্বাবধানে গড়ে ওঠা বহু প্রজন্মের ছাত্রছাত্রী আজ রাজ্য ও জাতীয় স্তরে নৃত্যজগতে প্রতিষ্ঠিত,সুনাম অর্জন করেছেন।আগামী প্রজন্মের মধ্যে নৃত্যপ্রতিভা বিকাশ,শুদ্ধ শিল্পচর্চা ও মূল্যবোধের বীজ রোপণ। এই নিরবচ্ছিন্ন প্রয়াসই সরশুনা সপ্তর্ষিকে শুধুমাত্র একটি নৃত্যপ্রতিষ্ঠান নয়, বরং এক জীবন্ত সাংস্কৃতিক পরিসরে পরিণত করেছে।দশম বর্ষের এই নৃত্যানুষ্ঠান সেই দীর্ঘ সাধনা ও সৃজনশীল অভিযাত্রারই এক উজ্জ্বল ও নান্দনিক উদযাপন।  *বেহালা থেকে শুভ ঘোষ রিপোর্ট।*

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !