মধ্যমগ্রামে উদ্বোধন হল ট্রান্সফর্মিয়াম নিউট্রেশনের এক্সক্লুসিভ স্টোর
দেবশ্রী মুখার্জি (কলকাতা): বর্তমানে ফুড সাপ্লিমেন্টের বিষয়ে আমরা অনেকেই জানি | বিশেষ করে যারা শরীরচর্চা , বা বিভিন্ন খেলার সাথে যুক্ত অনেকে সঠিক নিউট্রেশনের জন্য তা ব্যবহারও করে থাকেন | মধ্যমগ্রামে SPH পরিবারের পক্ষ থেকে পাঞ্চালি নাহা , সুদীপ পলের প্রচেষ্টায় ও শরীর চর্চার ক্ষেত্রে স্বনামধন্য একটি নাম সংলাপ নাহার তত্ত্বাবধানে ৩০ শে নভেম্বর মধ্যমগ্রাম স্টেশনের কাছে বিদ্যাসাগর সরণিতে SPH জিমের বিপরীতে শরীরকে সঠিক নিউট্রিশন দিতে উপযোগী ট্রান্সফর্মিয়াম নিউট্রিশন ফুড সাপ্লিমেন্ট এক্সক্লুসিভ স্টোরের হল গ্র্যান্ড ওপেনিং | এদিন অনুষ্ঠিত হওয়া এই স্টোরের ওপেনিং সেরিমনিতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার উপ পৌরপ্রধান প্রকাশ রাহা , IFBBPRO অ্যাথলিক সোনিয়া মিত্র , সানি রায় , বডি বিল্ডিং চাম্পিয়ান পলাশ গোলদার , হাল্ক মেশিনারিজ এর কর্নধার অভিজিত কোলে , বিশ্বজিৎ থাপা সুমন মালাকার সহ অন্যান্যরা |
Comments
Post a Comment