সারা বাংলা কবিতা উৎসব
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): ২৪ ডিসেম্বর বুধবার মৌলালী যুবকেন্দ্রের বিবেকানন্দ অডিটরিয়ামে সবার খবর এবং ফুটপাথ পত্রিকার উদ্যোগে আয়োজিত হয় সারা বাংলা কবিতা উৎসব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল জানা, ডঃ সত্যপ্রিয় মুখোপাধ্যায়, রামকিশোর ভট্টাচার্য, ডাঃ প্রকাশ মল্লিক, সফি উল্লাহ প্রমুখ। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলে। প্রায় সারাক্ষণ প্রেক্ষাগৃহ ছিল পূর্ণ। এসেছিলেন রাজ্যের বিভিন্ন জেলার কবি-শিল্পীরা। বাঙালি ও বাংলা ভাষা বিষয়ে কবিতাপাঠ করেন সুনীল করণ, ফটিক চৌধুরী, প্রদীপ আচার্য, সমর পাল, শঙ্কর ঘোষ, কেতকীপ্রসাদ রায়, ডঃ কৃষ্ণপদ দাস, নিমাই মাইতি, নরেশ চন্দ্র দাস, তাজিমুর রহমান, অলক্তিকা চক্রবর্তী, জুলি লাহিড়ী, দিশা চট্টোপাধ্যায়, চন্দন আচার্য, সুব্রত ভট্টাচার্য শলপ, রবিন কুমার দাস, লিপি চৌধুরী, নির্মলেন্দু শাখারু প্রমুখ। পরিবেশিত হয় আবৃত্তি, সংগীত, নৃত্য। সঞ্চালনায় ছিলেন অংশুমান চক্রবর্তী এবং ঝুমা সরকার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কিংশুক ভট্টাচার্য।
Comments
Post a Comment