২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ১ লা জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে বাংলা সঙ্গীত মেলা
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা): অন্যান্য বছরের মতো এবছরও মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় 'বাংলা সঙ্গীতমেলা-২০২৫' ও 'বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব-২০২৫ অনুষ্ঠিত হবে।'
আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন
কলকাতার ১১টি মঞ্চে ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আয়োজিত হবে এই মেলা ও উৎসব । সঙ্গীতমেলার মঞ্চগুলি হল-রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, একতারা মুক্তমঞ্চ, বাংলা আকাদেমি সভাঘর, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, যোধপুর প্রগতি সংঘের মাঠ (লর্ডসের মোড়), রবীন্দ্র-ওকাকুরা ভবন, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ এবং চারুকলা ভবন সংলগ্ন মঞ্চ।প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের সঙ্গীতমেলায় কলকাতার ১১টি মঞ্চে প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী/সঞ্চালক/যন্ত্রশিল্পী অংশগ্রহণ করবেন। এই সঙ্গীতমেলায় কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা অংশগ্রহণ করবেন। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিভাবান নবীন শিল্পীরাও এই, মেলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। বিভিন্ন মঞ্চে থাকবে বাংলা ব্যান্ডের গানও। অন্যান্য বছরের মতো এবছর 'শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি-নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী ও গৌরীপ্রসন্ন মজুমদার' শীর্ষক একটি প্রদর্শনী গগনেন্দ্র শিল্প-প্রদর্শশালায় ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৯টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে। রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পী ও কারিগররা তাঁদের রকমারি হস্তশিল্প ও রকমারি পিঠে-পুলি ও খাবারের পসরা নিয়ে এই মেলায় হাজির থাকবে। এছাড়া থাকবে তথ্য ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন আকাদেমির প্রকাশিত বইয়ের স্টল।
Comments
Post a Comment