আদি গুরুকুল ইনস্টিটিউট এন্ড রিসার্চ ফাউন্ডেশন উদ্যোগে দ্বিতীয় তম বর্ষের বার্ষিক জ্যোতিষ সম্মেলন হয়ে গেলো উলুবেড়িয়া কফি হাউস ক্লাসিক।
শুভ ঘোষের (কলকাতা): আদি গুরুকুল ইনস্টিটিউট এন্ড রিসার্চ ফাউন্ডেশন উদ্যোগে দ্বিতীয় তম বর্ষের বার্ষিক জ্যোতিষ সম্মেলন হয়ে গেলো উলুবেড়িয়া কফি হাউস ক্লাসিক। আদি গুরুকুলের জ্যোতিষ সম্মেলনে জ্যোতিষ ভারতী,আচার্য শাস্ত্রি, শিরোমনি,ত্রিকালঞ্চ,বাস্তু বিশারদ,পৌরহিত,সকল ব্যক্তিগণকে সম্মানিত করা হয়। আদি গুরুকুল ইনস্টিটিউট এন্ড রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ইভা দেবী মহাশয়া, চেয়ারম্যান ও কর্ণধার আসিস শাস্ত্রী মহাশয়া,প্রিন্সিপাল ও কর্ণধার মাননীয়া ডঃ ঝুমকি ঘোষাল মহাশয়া, সেক্রেটারি শেখর ভট্টাচার্য,জ্যোতির্ময়ী দেবশ্রী,প্রধান উপদেষ্টা সন্দীপ চক্রবর্তী, পৌরহিত্য পলাশ চক্রবর্তী ইনাদের সহযোগিতায় আজকের এই বিশাল জ্যোতিষ সম্মেলনের আয়োজন।
Comments
Post a Comment