প্রেস ক্লাবে প্রকাশিত হলো অনুরাধা মজুমদারের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'শব্দ বিলাসী'
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- সামনেই আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ঠিক তার আগেই বাংলা সাহিত্য জগতে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল কবি ও লেখক অনুরাধা মজুমদারের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'শব্দ বিলাসী'। আজ ১৯ জানুয়ারি সোমবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে শব্দগুচ্ছ প্রকাশনা থেকে প্রকাশিত হলো অনুরাধা মজুমদার এর ৫৬ টি কবিতা নিয়ে "শব্দ বিলাসী" কাব্য গ্রন্থ। এই গ্রন্থটি তাঁর সৃজনশীল পথচলার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরে। এই গ্রন্থে অনুভূতি, স্মৃতি ও সামাজিক বাস্তবতা মিলেমিশে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে। আজ কলকাতা প্রেস ক্লাবে গ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, আবৃত্তিশিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ও পরিচালক রাহুল বর্মন এবং মায়া আর্ট স্পেস-এর প্রতিষ্ঠাতা মধুছন্দা সেন ও ক্যান্ডিড কমিউনিকেশন এর প্রধান পারমিতা ঘোষ। তাঁদের উপস্থিতি এই সাহিত্যসন্ধ্যাকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তোলে। শব্দগুচ্ছ প্রকাশনা থেকে প্রকাশিত 'শব্দ বিলাসী' কবির মাতৃভাষা বাংলার প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। বাংলা ভাষায় লেখা এই কাব্যগ্রন্থে তাঁর জীবনের নানা অনুভূতি ও অভিজ্ঞতার প্রতিফলন রয়েছে, যদিও তাঁর বেড়ে ওঠা বাংলার বাইরে হয়েছে। বিভিন্ন রকম কবিতার মাধ্যমে এই বইয়ে ব্যক্তিগত ভাবনার সঙ্গে সমাজের নানা বাস্তবতার সংযোগ তৈরি হয়েছে। এই প্রকাশনার মাধ্যমে শব্দগুচ্ছ প্রকাশনার সাহিত্যভাবনার পরিচয়ও পাওয়া যায়।
নিজের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'শব্দ বিলাসী' প্রকাশ প্রসঙ্গে অনুরাধা মজুমদার বলেন,"এই বইটি আমার জীবনের অনুভূতি ও অভিজ্ঞতা থেকেই এসেছে। এই কবিতাগুলো এমন ভাবনা থেকে লেখা, যা দীর্ঘদিন আমার মনে ছিল। বাংলা ভাষাতেই আমি নিজের অনুভূতির কথা সবচেয়ে সহজে ও আন্তরিকভাবে বলতে পারি। শব্দ বিলাসী-র মাধ্যমে আমি ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সমাজের বাস্তবতাকেও তুলে ধরার চেষ্টা করেছি।"
শব্দগুচ্ছ প্রকাশনা থেকে প্রকাশিত 'শব্দ বিলাসী' অনুরাধা মজুমদারের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই বইয়ে
তাঁর কবিতার ভাষা ও ভাবনায় পরিণতিবোধ স্পষ্ট হয়ে উঠেছে। এই গ্রন্থে ব্যক্তিগত অনুভূতি ও সমাজের বাস্তবতা পাশাপাশি তুলে ধরা হয়েছে। সমকালীন জীবনের অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে 'শব্দ বিলাসী বাংলা কবিতার পরিসরে নিজের একটি স্বতন্ত্র জায়গা তৈরি করেছে।
কবি পরিচিতি
অনুরাধা মজুমদারের জন্ম লোহারডাগা (রাঁচি-নেতারহাট)। তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। এলাহাবাদ প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণপ্রাপ্ত অনুরাধা দেশ-বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে নিয়মিত পরিবেশনা করেছেন। তিনি চীনা কনসুলেট ও পঞ্চম চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামে ভারতের প্রতিনিধিত্ব করেন, যেখানে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে আবৃত্তি ও বক্তৃতা পরিবেশন করেন। এই বই এর সুন্দর প্রচ্ছদটি করেছেন সন্তু কর্মকার। শব্দগুচ্ছ প্রকাশনা থেকে প্রকাশিত " শব্দ বিলাসী " বইয়ের দাম ২০০ টাকা।
বইমেলায় বইটি পাওয়া যাবে।
Comments
Post a Comment