শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৫ তম জন্মউৎসব ও ৫৯ তম আদ্দাপিঠ মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৫০০০ বস্ত্র ও ৩০০০ কম্বল বিতরন অনুষ্ঠান
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্দা পীঠ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৫ তম জন্ম বার্ষিকী এবং ১০৫ তম সিদ্ধ উৎসব ও ৫৯ তম আদিষ্ট মন্দির
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ১৭ ই জানুয়ারি ২০২৬ শনিবার সকালে দক্ষিণেশ্বর আদ্দাপীঠ মন্দিরের মাঠে আজ ৮০০০ ভক্ত বৃন্দদের ভোগ বিতরণ ( নরনারায়ন সেবা) , ৫০০০ বস্ত্র ও ৩০০০ কম্বল বিতরণ করা হয়। সেইসঙ্গে এই অনুষ্ঠানে সর্বধর্ম সমন্বয় ও বিশ্বভাতৃত্বের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হল। গরীব মানুষের হাতে কম্বল এবং বস্ত্র তুলে দেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্দাপিঠ এর সাধারণ সম্পাদক ও ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই, বিধানসভার
স্পিকার ও মন্ত্রী বিমান বন্দোপাধ্যায়, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তাপস চ্যাটার্জী, বিধায়ক কাবেরী মান্না, প্রাক্তন রাজ্যপাল ও মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান
শ্যামল কুমার সেন, খণা মা, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপিঠ এর প্রেসিডেন্ট কাম ম্যানেজিং ট্রাস্টি ব্রহ্মচারী রিতেন ভাই সহ আরো অনেক বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। সকল অতিথিরা এই আদ্যাপীঠ এর মহান উদ্যোগ কে সাধুবাদ জানায়।
Comments
Post a Comment