সাড়ম্বরে উদযাপিত হচ্ছে ত্রিধারা উৎসব ২০২৬, এই উৎসবের প্রথমদিন দীপ প্রকাশন থেকে প্রকাশিত হলো দেবযানী বসু কুমার এর বই " ঘটনার ঘটপটা "
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- কলকাতা মানেই বিনোদনের শহর। নানা ধরনের মেলা, খেলা, সার্কাস, উৎসব - অনুষ্ঠান নানা দিকে হয়েই চলেছে। সাড়া বছর ধরে নানা বর্ণময় অনুষ্ঠান উপভোগ করেন এই কলকাতার মানুষ।
প্রতি বছরের মতো দক্ষিণ কলকাতার ত্রিধারা উৎসব ২০২৬ এর উদ্বোধন হয়ে গেলো মহা সমারোহে। গত ১৮ ই জানুয়ারি রবিবার সন্ধায় এই উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিধায়ক ও কলকাতা করপোরেশন এর মেয়র পারিষদ দেবাশিস কুমার,
সাহিত্যিক দেবযানী বসু কুমার,
নৃত্য শিল্পী দেবলীনা কুমার। মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য র হাতে উত্তরীয়, ফুল এবং উপহার তুলে দেন দেবাশিস কুমার, দেবযানী বসু কুমার ও দেবযানী বসু কুমার। এই অনুষ্ঠানে ত্রিধারা উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন
মাননীয়া মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।
মেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে সলিল চৌধুরী মঞ্চ। দেবাশিস কুমার জানালেন প্রতিদিন মেলার মঞ্চে হবে নানা বিনোদন মূলক অনুষ্ঠান। এই মেলায় নানা ফুলের গাছ, সবজির গাছ,
শাড়ি জামা কাপড় , ঘর সাজানোর জিনিস থেকে রকমারি খাবার এর স্টল হয়েছে এই মেলায়।
এইবার মেলার প্রথমদিন সলিল চৌধুরী মঞ্চে দীপ প্রকাশন থেকে প্রকাশিত হলো সাহিত্যিক দেবযানী বসু কুমার এর বই " ঘটনার ঘটাপটা "। লেখিকা দেবযানী বসু কুমারের
২০ টি নিজের জীবনের বাস্তব নানা ঘটনা নিয়ে গল্প লিখেছেন এই বইতে। এই বইটি প্রকাশ করেন রাজা রায়, দেবদত্তা রায়,
দেবাশিস কুমার, দেবলীনা কুমার এবং দীপ প্রকাশন এর
দুই কর্ণধার দীপানশু মন্ডল ও সুকন্যা মন্ডল। মঞ্চে সকলেই দেবযানী বসু কুমার এর বইয়ের লেখার খুব প্রশংসা করেন। এই বইয়ের সুন্দর প্রচ্ছদ করেছেন সৌজন্য চক্রবর্তী। বইয়ের দাম ২৭৫ টাকা। এর আগেও দেবযানী বসু কুমারের নানা গল্পের বই ও কবিতা বই প্রকাশিত হয়েছে। আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এই গল্পের বই
" ঘটনার ঘটাপটা " পাওয়া যাবে। দেবযানী বসু কুমার লেখালেখির পাশাপাশি তিনি নিজে একজন সমাজসেবী। সাড়া বছর ধরে ত্রিধারার নানা কর্মকান্ডর সাথে যুক্ত আছেন।
Comments
Post a Comment