বইমেলায় প্রকাশিত হল কবিতার বই ' মনের কথায় মল্লিকা '
সন্তু চ্যাটার্জী (কলকাতা):-২৫ শে জানুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে এক্সসেলার বুকস স্টলে লেখিকা টিঙ্কু ঘোষের রচনায় তার প্রথম কবিতার বই 'মনের কথায় মল্লিকা' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সুসম্পন্ন হল | এই বইয়ে ফুটে উঠেছে সমাজের সাথে তাল মিলিয়ে চলা বর্তমানে নারীর জীবনের বিভিন্ন রূপ প্রকাশের সাথে ছোটদের জন্য কবিতাও | এদিন 'মনের কথায় মল্লিকা' বই প্রকাশে লেখিকা ছাড়াও উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার ,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী, সুবীর ঘোষ, বৈশালী গোস্বামী সহ অন্যান্যরা |
Comments
Post a Comment