ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কেন্দ্রীয় দপ্তর কলকাতায় উদযাপন করল ৭৭তম প্রজাতন্ত্র দিবস
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (জিএসআই) দেশজুড়ে তাদের সকল দপ্তরে গর্ব ও দেশপ্রেমের আবহে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে। কলকাতার কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন অসিত সাহা, মহাপরিচালক, জিএসআই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জয়দীপ গুহ, অতিরিক্ত মহাপরিচালক ও বিভাগীয় প্রধানসহ জ্যেষ্ঠ আধিকারিক ও কর্মচারীরা।
উপস্থিত সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে অসিত সাহা সংবিধানের মূল্যবোধ—সততা, নিষ্ঠা ও জাতির প্রতি নিঃস্বার্থ সেবা—অটুট রাখার আহ্বান জানান। তিনি দেশের ভূ-বৈজ্ঞানিক পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং বিভিন্ন জাতীয় অগ্রাধিকারে অবদান রাখার ক্ষেত্রে জিএসআই কর্মীদের নিরলস পরিশ্রম ও প্রতিশ্রুতির প্রশংসা করেন।
জিএসআই-এর ১৭৫ বছরের গৌরবময় ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি খনিজ নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ অনুসন্ধান, পরিচ্ছন্ন শক্তি রূপান্তর এবং জলবায়ু সহনশীলতা গঠনে সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। দেশের পরিবর্তনশীল চাহিদা ও জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান ত্বরান্বিত করতে জিএসআই প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
এই উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের প্রতি জিএসআই-এর অঙ্গীকারকে তুলে ধরে। সংবিধানের আদর্শ রক্ষা এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় সংকল্পের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন সম্পন্ন হয়।
Comments
Post a Comment