৩২ টা দেশের ১৮০ টা ছবি দেখানো হবে ১২ তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভালে, উৎসব চলবে ২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৬
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- আগামী ২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে ১২ তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল।আয়োজক পশ্চিমবঙ্গ সরকার এর তথ্য ও সংস্কৃতি বিভাগ ও রাজ্য শিশু কিশোর আকাদেমি। গত ১৯ জানুয়ারি সোমবার নন্দন ৪ এ এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন আমাদের এবারের ১২ তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন হবে নন্দনে আগামী ২৩ জানুয়ারি শুক্রবার বিকেল ৫ টায়। এই উৎসব উদ্বোধন করবেন শিশু অভিনেতা নয়ন রহস্য র জনপ্রিয় শিশু অভিনেতা অভিনব বড়ুয়া। উপস্থিত থাকবেন পরিচালক সন্দীপ রায়
পরিচালক গৌতম ঘোষ, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য,
এই চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল এর চেয়ারপারসন অর্পিতা ঘোষ ও রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু বসু।
সাংবাদিক সম্মেলনে অর্পিতা ঘোষ জানালেন ৩২ টা দেশের ১৮০ টা ছবি দেখানো হবে। প্রথম দিন উদ্বোধনী ছবি দেখানো হবে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। মোট ৮ টা জায়গায় এই উৎসব অনুষ্ঠিত হবে। নন্দন ১, ২, ৩ এছাড়া রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবার্ষিকী ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন, রবীন্দ্র তীর্থ। এই সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি সচিব কৌস্তভ তরফদার জানালেন শেষদিন অর্থাৎ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় দেখানো হবে পক্ষীরাজের ডিম। ১৮০ টা ছবির মধ্যে রহস্যধর্মী ছবি থাকছে ১৪ টি ছবি, ফেলুদার ৬০ বছর উপলক্ষে ১২ টি ছবি ওয়ার্ল্ড সিনেমা থাকছে ৬০ টি, ভারতীয় ভাষায় ছবি থাকছে ১০ টি এবং ৭ টি ছবি থাকছে স্পোর্টস নিয়ে। সাংবাদিক সম্মেলনে মন্দাক্রান্তা মহালনবীশ জানালেন সলিল চৌধুরী, তৃপ্তি মিত্র ও সন্তোষ দত্ত র ১০০ বছর উদযাপন হবে তাদের ছবি দেখিয়ে। সেই সঙ্গে ৫ টি বেঙ্গলি পানোরামা, ডকুমেন্টারি ও শর্ট ছবি ৩২ টি, মোবাইল ফিল্ম ও একতারা মুক্ত মঞ্চে ক্লাসিক ছবি দেখানো হবে। ৩২ টি দেশের মধ্যে ভারত বর্ষ, আমেরিকা, চিন, ইরান, জার্মানি, রাশিয়া, অস্ট্রেলিয়া, ইউকে, গ্রিস, বুলগেরিয়া, ফ্রান্স সহ আরো অনেক দেশের ছবি ঘিরে জমে উঠবে ১২ তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল।
Comments
Post a Comment