আসন্ন গঙ্গা সাগর মেলা উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘের সাংবাদিক সম্মেলন
ইন্দ্রজিত আইচ (কলকাতা):- প্রতি বছর পশ্চিমবঙ্গ ছাড়াও গুজারাট, মহারাষ্ট্র, হরিয়ান, রাজস্থান, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্য থেকে গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের জন সমাগম হয় পূণ্যস্নানের জন্য। স্নান চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তাই সাগরে এবার ১৫০০ এর বেশি প্রশিক্ষনপ্রাপ্ত সাঁতারু ও স্বেচ্ছাসেবক নিয়োগ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাআনন্দজী মহারাজ আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, ইতিমধ্যেই সেই স্বেচ্ছাসেবকরা সাগরে পৌঁছতে শুরু করেছে। তারা তীর্থযাত্রিদের গাইড করার পাশাপাশি যাতে স্নান করে দ্রুত ফিরে আসতে পারে তাই সবরকম সহযোগিতা করবে। এছাড়াও জলের মধ্যে সর্ব্বক্ষনের জন্য থাকবে কয়েকশো সাতারু লাইফ সেভিং জেকেটে সজ্জিত এই সাতারুরা। কেউ ডুবে গেলে তাকে তুলে আনার জন্য দ্রুত ব্যবস্থা নেবে। বিশ্বাত্মনন্দজী বলেন এবছর তীর্থযাত্রীদের জন্য ৫০০০ এর বেশী রাত্রিবাসের ছাউনি, ২০০ শৌচালয় ও প্রথমিক চিকিৎসার ব্যাবস্থা রাখা হচ্ছে। প্রয়োজনে কাউকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য থাকছে এ্যম্বুল্যান্সের ব্যাবস্থাও প্রতিদিন দশ হাজারের বেশী মানুষকে বিনামূল্যে রান্না করা খাবার পরিবেশন করা হবে।
Comments
Post a Comment