টলিক্লাবে প্রকাশিত হলো ইন্ডিবিলি ক্রিয়েটিভ প্রাইভেট লিমিটেড থেকে ৬৩২ পাতার বই" বেঙ্গলি সিনেমা থ্রু পোস্টার আর্ট "

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত  পোস্টার ডিজাইনার গৌতম বরাট এর নাম সিনেমা শিল্পের সাথে যারা যুক্ত তারা সকলেই জানেন বা চেনেন। গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঘরোয়া পরিবেশে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ক্লাবে প্রকাশিত হলো ৬৩২ পাতার সিনেমার পোস্টার ডিজাইন নিয়ে এক অসাধারণ বই " বেঙ্গলি সিনেমা থ্রু পোস্টার আর্ট " । এই বইটি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, ফিল্প এডিটর অর্ঘ কমল মিত্র ও শমীক চ্যাটার্জী। সকলেই তাদের ভাষণে  এই অসাধারণ কাজের উচ্ছ প্রসংশা করেন গৌতম বরাটের।  এক সাংবাদিক সম্মেলনে বাংলা সিনেমার জনপ্রিয়
পোষ্টার ডিজাইনার গৌতম বরাট বলেন অনেকদিনের ইচ্ছা ছিলো আজ পর্যন্ত যত বাংলা ছবি রিলিজ করেছে সেই সব ছবির পোস্টার নিয়ে একটা বই করার। এই ব্যাপারে এই বইয়ের প্রকাশক ইন্ডিবিলি ক্রিয়েটিভ 
প্রাইভেট লিমিটেড আমায় খুব সহযোগিতা করেছেন। এই বইতে রয়েছে ১৯১৭ সাল থেকে ২০২৫ যত বাংলা ছবি রিলিজ হয়েছে তার পোস্টার । ১৯১৭ সালে কলকাতায় প্রথম সাদা কালো বাংলা ছবি সত্যবাদী রাজা হরিশ চন্দ্রের ছবি দিয়ে শুরু হয়েছে এই বই। এই বইতে  রয়েছে ২৮০০ বাংলা ছবির পোস্টার । দীর্ঘ ৫ বছর ধরে খুব পরিশ্রম করে আমি এবং কল্যাণময় চ্যাটার্জী এক সাথে
এই কাজটা করেছি। এই বইটায় সাদা কালো থেকে রঙিন বাংলা ছবির সব পোস্টার রাখার চেষ্টা করেছি। রয়েছে অগ্নি পরীক্ষা, মেয়েরাও মানুষ, এক দিন রাত্রে, জীবন তৃষ্ণা, দাহ , প্রাণের চেয়ে প্রিয়, সংঘর্ষ, কুমারী মা, শশুরবাড়ী জিন্দাবাদ, এটাই সর্গ , আঘাত, প্রেমের কাহিনী, বাঙ্গালীবাবু, প্রেমশক্তি , প্রতারক, দেরি হয়ে গেছে, লক্ষীকান্তপুর লোকাল, পড়শী, আমার বস, মায়ানগর, হেমলক সোসাইটি , বাবু সোনা, প্রজাপতি ২ সহ অতীত থেকে বর্তমান  নানা বাংলা ছবির পোস্টার এই বইতে স্থান পেয়েছে । গৌতম বাবু আরো বলেন আমি এই বইয়ের কাজ শুরু করেছিলাম ২০২০ সালে। প্রায় ৫ বছর লেগে গেলো পুরো বইটার কাজটা শেষ করতে। এই বইয়ের ভূমিকা লিখেছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।  বাংলা ছবির ইতিহাস লিখেছেন আর এক জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন। ১৯৯৮ সালে আমি প্রথম  বাংলা ছবি
রণক্ষেত্র র কম্পিউটারে পোস্টার ডিজাইন করি। ২০০১ সালে বাংলা সিনেমা প্রতিবাদী র ফটো শুট করি আমিই প্রথম। ২০০২ সালে সাথী ছবির ফ্লেক্স করি কলকাতায় প্রথম আমি। আমার দেখাদেখি তারপর থেকে অনেকেই সেই সব কাজ করতে শুরু করলো। আমার
বাবা প্রয়াত রতন বরাট ছিলেন এককালের বাংলা চলচ্চিত্রের পোস্টার ডিজাইনের এক জনপ্রিয় শিল্পী। আমি ছোটবেলা থেকেই তুলি দিয়ে ছবি আঁকতাম। আমার যখন ১২ বছর বয়স তখন বাবাকে সহযোগিতা করতাম। বাবার দেখাদেখি তুলি দিয়ে ছবি আঁকতাম বাংলা ছবির পোষ্টারের। সেই শুরু। আজও চলছে। কাজ শুরু করি পেশাগত ভাবে ১৯৮৪ সাল থেকে। এই বইতে আমার রয়েছে ৩৫০ থেকে ৪০০ টি আমার করা বাংলা ছবির পোস্টার। এছাড়াও রয়েছে তরুণ মজুমদার, শুভাপ্রসন্ন, নির্মল রায়, বিদ্যুত চক্রবর্তী, অমর পাল, শুভ্র ব্যানার্জী, শিশির কর্মকার সহ ৩০ থেকে ৪০ জনের বাংলা সিনেমার পোস্টার করা নানান ছবি।
এছাড়া এই সব বাংলা ছবির নানা পোস্টার নিয়ে এই বইতে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক হরনাথ চক্রবর্তী, অতনু ঘোষ, অনিক দত্ত অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, সিনেমা সমালোচক নির্মল ধর সহ আরো অনেকেই।
সম্পূর্ণ রঙিন আর্ট পেপারে ছাপা ৬৩২ পাতার এই বইয়ের দাম করা হয়েছে ৯৯৯৯ টাকা। আমি একটা কথাই বলবো যে যারা বাংলা ছবির  পোস্টার সংগ্রহ করেন, বাংলা সিনেমা নিয়ে রিসার্চ করেন তাদের কাছে এই বই একটা ডিকশনারির মতন। অর্থাৎ অভিধান, এইবইতে যত গুলো বাংলা ছবির পোস্টার ছাপা হয়েছে, সেই ছবির প্রডিউসার কে, পরিচালক কে ছিলেন এমনকি কবে রিলিজ হয়েছিলো, সব বিস্তারিত ভাবে পেয়ে যাবেন। সামগ্রিক ভাবে এই গ্রন্থ বাংলা চলচ্চিত্র শিল্পের কাছে এক অমূল্য সম্পদ হয়ে রইলো। এই বই সিনেমা প্রেমীরা পাবেন বা কিনতে পারবেন আমাজন, ফিলিপ কার্ডে এবং পাবেন আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । এক কথায় সকলের সংগ্রহে রাখার মতো এই বই  বেঙ্গলি সিনেমা থ্রু পোস্টার আর্ট।

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !