সিঁথি অনুরণন এর নতুন নাটক " তমসা হলেও "অবসাদ নামক মহামারী থেকে মুক্তি পাওয়ার নাটক

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):- সিঁথি অনুরণন ১২ বছরের দল।রেজিষ্ট্রেশন হয় ২০১৫ সালে।এই দল অতীতে,শেষ খেয়া,কাঁটাতারের বেড়া,রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন, আনন্দধারা বৃদ্ধাবাস,কৃষ্ণপক্ষ এবং সীমান্তিকা প্রভৃতি নাটক মঞ্চস্থ করেছে। সিঁথি অনুরণন সোনারপুর, মধ্যমগ্রাম, হাড়োয়া, গোবরডাঙায় নাটক মঞ্চস্থ করেছে বহুবার । নর্থ সেন্ট্রাল জোন,সঙ্গীত নাটক একাডেমি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির  আর্থিক সাহায্যও পেয়েছে নিজেদের কর্মকাণ্ডের জন্য। গত ২৭শে ডিসেম্বর, ২০২৫ শনিবার যোগেশ মাইম এ্যাকাডেমি তে সিঁথি অনুরণন এর প্রযোজনায় মঞ্চস্থ হল 'তমসা হলেও' নাটক টি। আজকের  আর্থ সামাজিক প্রেক্ষাপটে একজন মা তাঁর ছেলেকে নিজের থেকে দূরে পাঠাতে বাধ্য হন। এই ঘটনার  মূল কান্ডারি  তাঁর স্বামী, যিনি অনুভব করেন তাঁদের জীবন নিয়ন্ত্রণ করছে অদৃশ্য এক শক্তি যা তাকে গভীর ভাবে অবসাদগ্রস্ত করে তোলে।তাঁকে এই অবসাদ থেকে বের করে আনে তাঁর পরিবার। পারিবারিক বন্ধনই সমাজ কে অবসাদ নামক মহামারী থেকে রক্ষা করতে পারে- এটাই এই নাটকের অন্তর্নিহিত বার্তা।
নাটকটি রচনা করেছেন  সোমনাথ দাস।একাকীত্ব কিভাবে একজন মা কে স্পর্শ করে, কিভাবে সমাজ বিচ্ছিন্ন দ্বীপ বানিয়ে দেয়, আবার ঐ পরিবারটি এক বন্ধনে আবদ্ধ হয়ে কিভাবে ফিরে পায়, কিভাবে পরিবার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বার্তা ই দেয় নাটক তমসা হলেও। 
নাট্যকারঃ সোমনাথ দাস, 
যাঁর লেখনী এই নাটকের  শক্ত মেরুদণ্ড। সোমনাথ দাসের পরিচালনার স্বকীয়তা এই নাটক কে ক্লাসিক নাটকের পর্যায়ে নিয়ে গেছে। অভিনয়ে মা অরুনিতার ভূমিকায়  শুক্তি সরকার  অনবদ্য, এই নাটকের মূল স্তম্ভ। নাট্যকার, পরিচালক এর পাশাপাশি অভিনেতা সোমনাথ দাস  বাবা মনোসিজ এর ভূমিকায় মঞ্চে যাদু ছড়িয়েছেন। কাকা প্রতুল এর ভূমিকায় কাঞ্চন চ্যাটার্জী র অভিনয় এই নাটকের সম্পদ। 
অন্যান্য ভূমিকায়  শুভব্রত ব্যানার্জী ,অনসূয়া অধিকারী, সুজাতা দে, শুভম্ সাহা যথাযথ। বিশেষ নজর কাড়া অভিনয় করেছেন শিশু শিল্পী মনোজিত দাস। কাঞ্চন চ্যাটার্জী লিখিত ও গীত টাইটেল সঙটি এই নাটকের শক্তিশালী অনুদান। 
মদন গোপাল সাহা র আলো, আশিস ঘোষ এর শব্দ প্রক্ষেপণ  , সদস্যদের মঞ্চ ভাবনা খুবই পরিশীলিত ,অপূর্ব। 
সমগ্র অনুষ্ঠানটির নিবেদনে ছিলেন সিঁথি অনুরননের কর্ণধার ডাঃ সংঘমিত্রা সাহা

Comments

Popular posts from this blog

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন

SH Binayak Multi-speciality Hospital, in association with the Institute of Breast Disease Kolkata and Asian Medical Foundation, launches "SNEHA SPARSHA" - A Dedicated Homecare Initiative for Cancer Patients

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !