সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ থেকে ICCR হলে প্রকাশিত হলো বিশিষ্ট চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় এর পেইন্টিং এর বই " মাস্টার স্ট্রোক
ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):-ছবি আঁকার জগতে বিশ্বজোড়া নাম প্রখ্যাত চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় এর। দেশ বিদেশের নানা স্থানে তার পেন্টিং দীর্ঘ কয়েক দশক ধরে
অগুণিত চিত্র প্রেমীদের মন জয় করে আসছে। সেই বিখ্যাত চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় এর
"মাষ্টার স্ট্রোক" বইটি প্রকাশিত হলো সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ থেকে গত ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে আই সি সি আর এর রবীন্দ্রনাথ টেগোর সেন্টার লেকচার রুমে।
চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় এর মাস্টার স্ট্রোক এই বইতে ৫৪ টি ছবি আছে বিভিন্ন রঙের । দীর্ঘ দু বছরের প্রচেষ্টায় ঠিক বই মেলার আগেই প্রকাশিত হলো ।
বইটির প্রকাশক সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এর সম্পাদক শান্তনু সেনগুপ্ত সাংবাদিক সম্মেলনে বলেন আমরা এই বইটার মোট ৫ টি খন্ড করবো। এটা প্রথম ভলিউম। আসা করছি ২০২৭ সালের মধ্যে আরো চারটি ভলিউম প্রকাশ করতে পারবো।
আমাদের সর্ব ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ পঞ্চাশ বছর উদযাপন করছে। সাড়া বছর ধরে আমাদের দেশ বিদেশে নানা ধরনের অনুষ্ঠান হবে।
চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানালেন আমার অনেকদিনের ইচ্ছে ছিলো আমি সারা জীবনে যত ছবি এঁকেছি, দেশ বিদেশের নানা স্থানে যে ছবি রয়েছে এই সবটা নিয়ে একটা বই হোক। সেই কাজ টা খুব যত্ন সহকারে
পুরো ভলিউম টা প্রকাশিত হলে
আগামী প্রজন্ম উপকৃত হবেন। এই মাস্টার স্ট্রোক পেন্টিং এর বইটার দাম ২০০০ হাজার টাকা। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রকর ইন্দ্রজিৎ নারায়ন এবং সর্ব ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এর কর্মাধ্যক্ষ সৌমেন বসু। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সুশান্ত সরকার।
Comments
Post a Comment