৫ থেকে ১২ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ৩৯ টি দেশের ২১৯ টি ছবি। থিম কান্ট্রি স্পেন

ইন্দ্রজিৎ আইচ (কলকাতা):আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৫ ই ডিসেম্বর মঙ্গলবার শুরু হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ ই ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। আজ রবীন্দ্র সদনে এক সাংবাদিক সন্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন আমাদের এবারের উৎসবের ক্যাপশন হলো বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ "।আগামী ৫ ই ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪ টে নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বলিউডের ভাইয়াজান অভিনেতা ও নায়ক সলমান খান, অভিনেতা অনিল কাপুর, কমল হাসান, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট সহ বাংলার সব অভিনেতা অভিনেত্রীরা। এই উৎসবের সভাপতিত্ব করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন এবারের উৎসবের থিম সং গেয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। এবার প্রদর্শিত হবে ৩৯ টি দেশের ২১৯ টি ছবি। এবারে উদ্বোধনী ছবি দেখানো হবে উত্তম কুমার অভিনীত জনপ্রিয় ছবি " দেওয়া নেওয়া "। এই উৎসবের ফোকাস কান্ট্রি হলো স্পেন।বিশেষ ফোকাস কান্ট্রি হলো অস্ট্রেলিয়া।এবার নন্দন ১, ২, ৩রবীন্দ্র সদনে, শিশির মঞ্চ, রাধা স্টুডিও, নিউ আম্পায়ার, স্টার থিয়েটার, বিজলী সিনেমা, অজন্তা সিনেমা,  মিনার সিনেমা, নবীন সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ সহ মোট ২৩ টি হলে এই উৎসবের ছবি দেখানো হবে। 
উৎসব চেয়ারম্যান রাজ চক্রবর্তী 
জানালেন সেন্টানারি ট্রিবিউট জানানো হবে শৈলেন্দ্র, মুকেশ, দেব আনন্দ, মৃণাল সেন সহ আরো অনেক কে। হোমেজ বিভাগে থাকছে কার্লোস সাউরা, সৌমেন্দু রায় সহ আরো অনেকে। এবার দেখানো হবে ৫০ টি ডকুমেন্টরি ছবি। থাকছে সত্যজিৎ রায় স্বারক বক্তিতা, 
বেঙ্গলি পেনোরমা য় দেখানো হবে ৭ টি ছবি, এশিয়ান সিলেক্ট এ ৭ টি, ইন্ডিয়ান শর্ট ফিল্ম এ ২০ টি, ইন্ডিয়ান ডকুমেন্টরি ফিল্ম দেখানো হবে ১০ টি। কম্পিটিশন সেকশানে থাকবে রয়েল বেঙ্গল টাইগার ট্রফি এবং টাকা, থাকছে হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি ও সম্মানীক মূল্য। আগামী ৬ থেকে ১১ ই ডিসেম্বর মঞ্চে অনুষ্ঠিত হবে এক তারা মঞ্চে সিনে আড্ডা। বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবেন অভিনেতা ,অভিনেত্রী থেকে সঙ্গীত শিল্পী, চিত্রনাট্যকার, পরিচালক।ছবি দেখা, আড্ডা, খাওয়া, গল্প, ছবি নিয়ে দেশ - বিদেশের সিনেমা নিয়ে আলোচনা, বিতর্ক সব মিলিয়ে জমে উঠবে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩। আজ এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, অভিনেতা সোহম, পরিচালক ও শিশু ও নারী সুরক্ষা কমিশনের প্রধান সুদেষ্ণা রায়, মন্ত্রী ও অভিনেত্রী বিরবাহ হাসদা,  অভিনেত্রী জুন মালিয়া, মিমি চক্রবর্তী, পরিচালক হরনাথ চক্রবর্তী,গৌতম ঘোষ, অরিন্দম শীল,  সহ আরো অনেক গুণীজন।

Comments

Popular posts from this blog

बैंक ऑफ इंडिया ऑफिसर्स एसोसिएशन ! पूर्वी भारत शाखाओं की, 60वीं वार्षिक आम सभा की बैठक !

টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেকে ৫ই জুন এক অভিনব প্রয়াসে পালিত হল ওয়ার্ল্ড এন্ডভারমেন্ট ডে

দক্ষিণ ২৪পরগনা ঠাকুরপুকুর সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের নতুন প্রযুক্তির রেডিওথেরাপি মেশিন এর শুভ উদ্বোধন